বিষয়বস্তুতে চলুন

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
২০২৫ সালে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামী
কেন্দ্রীয় নায়েবে আমীর
জাতীয় সংসদের সংসদ সদস্য কুমিল্লা-১১
কাজের মেয়াদ
১০ অক্টোবর, ২০০১  ২৯ অক্টোবর, ২০০৬
পূর্বসূরীমুজিবুল হক মুজিব
উত্তরসূরীমুজিবুল হক মুজিব
সাধারণ সম্পাদক, ছাত্র সংগঠনের আন্তর্জাতিক ইসলামিক ফেডারেশন
কাজের মেয়াদ
১৯৯২  ১৯৯৮
পূর্বসূরীডাঃ মোস্তফা ওসমান ইসমাইল
উত্তরসূরীডঃ ওমের ফারুক কোরকমাজ
কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
কাজের মেয়াদ
জানুয়ারী ১৯৮৬  জানুয়ারী ১৯৮৮
পূর্বসূরীমোহাম্মদ তাসনীম আলম
উত্তরসূরী আ. ন. ম. শামসুল ইসলাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৫৮
চৌদ্দগ্রাম, কুমিল্লা, পূর্ব বাংলা, পাকিস্তান
(বর্তমানে বাংলাদেশ)
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ জামায়াতে ইসলামী
দাম্পত্য সঙ্গীডাঃ হাবিবা আক্তার চৌধুরী
সন্তান৩ কন্যা, ১পুত্র সন্তান
পিতামাওলানা সৈয়দ মাজহারুল হক হায়দরি
প্রাক্তন শিক্ষার্থীঢাকা মেডিকেল কলেজ
চট্টগ্রাম কলেজ
পেশারাজনীতি, চিকিৎসা সেবা

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের (জন্ম: ১৯৫৮) বাংলাদেশের একজন চিকিৎসক, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তিনি কুমিল্লা-১১ (পূর্ববর্তী কুমিল্লা-১২) আসনে[] অষ্টম সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন[] ও নায়েবে আমীর।[] এছাড়াও তিনি বাংলাদেশে সর্বাধিক প্রচারিত শিশু-কিশোর মাসিক নতুন কিশোরকণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা।

জন্ম ও শিক্ষা

[সম্পাদনা]

ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লাচৌদ্দগ্রাম উপজেলার সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা সৈয়দ মাজহারুল হক হায়দারি ছিলেন একজন ইসলামী ধর্মীয় প্রচারক, বক্তা ও পণ্ডিত। তার মা, আকসির-ই-জাহান চৌধুরানী, চট্টগ্রামের 'কাশগর' মুসলিম জমিদার পরিবারের সদস্য। ডাঃ তাহেরের পাঁচ ভাই ও তিন বোন। তিনি পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে সরকারী বৃত্তি লাভ করেন। বৃহত্তর কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেন এবং চট্টগ্রাম কলেজ থেকে ১৯৭৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন।

পারিবারিক জীবন

[সম্পাদনা]

তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডাঃ হাবিবা আক্তার চৌধুরী (এমবিবিএস,এম-ফিল) -এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যিনি ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রেডিওলজি ও ইমাজিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফুলসুতি, ফরিদপুর থেকে একজন প্রভাবশালী পরিবার থেকে এসেছেন। দম্পতির তিন মেয়ে এবং একটি ছেলে আছে।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

ছাত্র রাজনীতিতে সম্পৃক্ততা

[সম্পাদনা]

তিনি কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি সংগঠনে যোগদানের দুই বছরের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 'সদস্য' হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ শাখা সভাপতি ও ঢাকা শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অধ্যয়নের সময় তাহের ঢাকা মেডিকেল কলেজ ছাত্র ইউনিয়নের (ঢামেকসু) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি কুমিল্লা এসোসিয়েশন ফর মেডিকেল স্টুডেন্টস এর সভাপতি ছিলেন। পরবর্তীতে, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন এবং অবশেষে ১৯৮৫-৮৬ এবং ১৯৮৬-৮৭ সেশনে কেন্দ্রীয় সভাপতি হিসাবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।[][]

আন্তর্জাতিক সংগঠনে সম্পৃক্ততা

[সম্পাদনা]

ডাঃ তাহের ১৯৮৮-৯২ সাল পর্যন্ত ছাত্র সংগঠনের আন্তর্জাতিক ইসলামিক ফেডারেশন (আইআইএফএসও)-এর এশিয়ার ডিরেক্টর নির্বাচিত হন। পরে তিনি ১৯৯২-১৯৯৮ পর্যন্ত আইআইএফএসও এর নির্বাচিত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আইআইএফএসও'র মহাসচিবের পাশাপাশি তিনি একই সময়ে দক্ষিণ এশিয়ার ওয়ামী (বিশ্বব্যাপী মুসলমান যুব পরিষদ) -এর পরিচালক ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

উল্লেখযোগ্য কর্ম

[সম্পাদনা]
মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

তাহের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন। এর মধ্যে তার নিজ জেলা কুমিল্লায় সেন্ট্রাল মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া কুমিল্লা টাওয়ার হসপিটাল এবং রাজধানী ঢাকার আল মানার হসপিটালের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।[তথ্যসূত্র প্রয়োজন]

নির্বাচনী ইতিহাস

[সম্পাদনা]
বছর নির্বাচনী এলাকা দল ভোট % ফলাফল
২০০১ কুমিল্লা-১১(পূর্বে: কুমিল্লা:১২) বাংলাদেশ জামায়াতে ইসলামী ১,০৬,৪০৭ ৬৬.০২ বিজয়ী
২০০৮ কুমিল্লা-১১ (পূর্বে:কুমিল্লা-১২) বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭৭,৯২৪ ৪০.০৩% পরাজিত

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Bangladesh election results for Comilla-12 constituency, 2001"। ৭ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৪
  2. "Dr. Syed Abdullah Taher visits ailed Kazi Zafar"। ৭ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৭
  3. "Major parties express mixed reactions over al-Qaeda statement | Dhaka Tribune" (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৭
  4. "Bangladesh Islami Chhatrashibir" (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৭
  5. "Welcome to Bangladesh Islami Chhatrashibir"। ১৯ আগস্ট ২০১৪। ১৯ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৭{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক)