সেসিলিয়া হিদাল্গো তাপিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেসিলিয়া হিদাল্গো তাপিয়া
জাতীয়তাচিলীয়
নাগরিকত্বমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারপ্রাকৃতিক বিজ্ঞানে চিলির জাতীয় পুরস্কার
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন, প্রাণরসায়ন, চিকিৎসা বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহচিলি বিশ্ববিদ্যালয়

মারিয়া সেসিলিয়া তাপিয়া হিদাল্গো (স্পেনীয়: Cecilia Hidalgo Tapia) বিখ্যাত চিলীয় প্রমিলা প্রাণরসায়নবিদ হিসেবে কাজ করছেন। এছাড়াও, চিলি বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্য তিনি। ২০০৬ সালে প্রাকৃতিক বিজ্ঞানে চিলির জাতীয় পুরস্কার লাভ করেছেন। এরফলে চিলির প্রথম মহিলা হিসেবে তিনি এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

২০০৪ সালে চিলি বিশ্ববিদ্যালয় কর্তৃক মেরিট আমান্ডা লাবার্কা পদক পান।[১] তার গবেষণার অন্যতম ক্ষেত্রস্থল হচ্ছে কোষে ক্যালসিয়ামের গঠন।[২]

শিক্ষাজীবন[সম্পাদনা]

হিদাল্গো তার স্নাতক-পূর্ব শিক্ষা চিলি বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয়ে ১৯৬৫ সালে জৈবরসায়নে স্নাতক ডিগ্রী লাভ করেন। চার বছর পর তিনি ডক্টর অব সায়েন্স অর্জন করেন। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ থেকে স্নাতকোত্তর ডক্টরাল বিষয়ে অধ্যয়ন করেন।[৩] ১৯৯২ থেকে ১৯৯৩ মেয়াদে গাগেনহেইম ফেলোশীপ লাভ করেন।[৪]

কর্মজীবন[সম্পাদনা]

১৯৮৪ থেকে ২০০২ সময়কালে সায়েন্টিফিক স্টাডিজ সেন্টারে শিক্ষা প্রদান করেন। ১৯৮৪ সাল থেকে চিলি বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাকাল্টি অব মেডিসিনে শিক্ষকতা করেন।[৩] ২০০১ থেকে ২০০৩ মেয়াদে সেল বায়োলজি এন্ড মোলকুলার বায়োমেডিক্যাল সায়েন্সেস ইনস্টিটিউটের প্রোগ্রাম ডাইরেক্টরের দায়িত্ব পালন করেন।[৪] সেন্টার ফনডাপ ফর মোলকুলার স্টাডিজ অব দ্য সেলের পরিচালক ও চিলি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির অন্যতম সদস্য ছিলেন। এছাড়াও তরুণ বিজ্ঞানীদের সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সহ-সভাপতিত্ব করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Amanda Labarca Award of Merit"। University of Chile। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৬ 
  2. "Cecilia Hidalgo is the first woman to win the National Natural Science Award"। Emol। ২৬ আগস্ট ২০০৬। ২৯ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৬ 
  3. "Prof. Cecilia Hidalgo"। University of Chile। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৬ 
  4. "Maria Cecilia Tapia Hidalgo"। University of Chile। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]