সেলিমা আহমাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেলিমা আহমাদ
জন্ম
জাতীয়তাবাংলাদেশি
শিক্ষাস্নাতকোত্তর
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাব্যবসায়ী
উপাধিভাইস চেয়ারপার্সন, নিটল-নিলয় গ্রুপ
বোর্ড সদস্যজনতা ব্যাংক
দাম্পত্য সঙ্গীআবদুল মাতলুব আহমাদ
পিতা-মাতাএ কে এম ফজলুল হক (বাবা) এবং মা রহিমা হক (মা)
পুরস্কারঅসলো বিজনেস ফর পিস পুরস্কার, (২০১৪), বেস্ট বিজনেস উইমেন, (২০০০), (২০০২), (২০০৩)

সেলিমা আহমাদ বাংলাদেশী ব্যবসায়ী। তিনি নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারপার্সন এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি। [১][২] তিনি বর্তমানে রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংক জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে ব্যবসায় অনন্য অবদানের জন্য তিনি অসলো বিজনেস ফর পিস পুরস্কার লাভ করেন। [৩] তিনি ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স ফর উইমেনের বৈশ্বিক দূত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক। 

প্রাথমিক জীবন ও শিক্ষা[সম্পাদনা]

সেলিমা আহমেদের বাবা এ কে এম ফজলুল হক এবং মা রহিমা হক। [৪]

কর্মজীবন[সম্পাদনা]

সেলিমা নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারপার্সন। এটি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান যার ২৬টি কোম্পানী রয়েছে। এর মধ্যে ৬টি জয়েন্ট ভেঞ্চার এবং ৩টি পাবলিক লিমিটেড কোম্পানী। এর মধ্যে রয়েছে অটোমোবাইল, সিমেন্ট, পেপার, রিয়েল এস্টেট, ইলেকট্রনিক্স এবং আর্থিক সেবা। [৫]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

তিনি ২০১৮ সালের ৩০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

সেলিমা আহমেদের স্বামী ব্যবসায়ী নেতা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তাদের দুই সন্তান আব্দুল মুসাব্বির আহমেদ (নিটল) এবং আবদুল মারিব আহমেদ (নিলয়)। 

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

  • অসলো বিজনেস ফর পিস পুরস্কার, ২০১৪[৬]
  • প্রিয়দর্শিনী পুরস্কার, ২০১২[৭]
  • বিজনেস এক্সপ্রেস পুরস্কার, ২০০৯
  • বেস্ট বিজনেস উইমেন, ২০০০, ২০০২, ২০০৩

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Administrator। "Profile of Selima Ahmad, President, BWCCI"www.bwcci-bd.org। ২৬ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৮ 
  2. "Face to face with Selima Ahmad, Founder & President, Bangladesh Women Chamber of Commerce and Industry"। ৯ সেপ্টেম্বর ২০১২। 
  3. "Selima Ahmad - Business for Peace Foundation" 
  4. Wahed, Maruf &। "Janata Bank Board of Directors"www.jb.com.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৩-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-২৭ 
  5. "Directors Profile"www.nitolniloy.com.bd। ১১ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৮ 
  6. [১]
  7. "WDN Member Selima Ahmad Appointed to Board of Largest State-Owned Bank in Bangladesh"। Women's Democracy Network। ১৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৮