সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি (১৯৯৫-এর চলচ্চিত্র)
| সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি | |
|---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার | |
| ইংরেজি: Sense and Sensibility | |
| পরিচালক | অ্যাং লি |
| প্রযোজক | লিন্ডসে ডোরান |
| চিত্রনাট্যকার | এমা টমসন |
| উৎস | জেন অস্টেন কর্তৃক সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি ১৮১১-এর উপন্যাস |
| শ্রেষ্ঠাংশে |
|
| সুরকার | প্যাট্রিক ডয়েল |
| চিত্রগ্রাহক | মাইকেল কোল্টার |
| সম্পাদক | টিম স্কোইয়ার্স |
| প্রযোজনা কোম্পানি | |
| পরিবেশক | সনি পিকচার্স রিলিজিং |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১৩৬ মিনিট[১] |
| দেশ | যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র[২] |
| ভাষা | ইংরেজি |
| নির্মাণব্যয় | $১৬ মিলিয়ন |
| আয় | $১৩৫ মিলিয়ন |
সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি (ইংরেজি: Sense and Sensibility) হল অ্যাং লি পরিচালিত ১৯৯৫ সালের নাট্যধর্মী চলচ্চিত্র। এটি জেন অস্টেনের ১৮১১ সালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। এমা টমসন এর চিত্রনাট্য রচনা করেন এবং এলিনর ড্যাশউড চরিত্রে অভিনয় করেন, অন্যদিকে কেট উইন্সলেট তার এলিনরের ছোট বোন ম্যারিঅ্যান চরিত্রে অভিনয় করেন।
সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৯৫ সালের ১৩ই ডিসেম্বর মুক্তি পায়। বিশ্বব্যাপী ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করে চলচ্চিত্রটি ব্যবসাসফল হয় এবং মুক্তির পর বিপুল সমাদৃত হয়। এটি ৬৮তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ অভিনেত্রী (টমসন)-সহ সাতটি বিভাগে মনোনয়ন লাভ করে। টমসন শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন, যার মাধ্যমে তিনি অভিনয় ও লেখনীর জন্য অস্কার প্রাপ্ত একমাত্র ব্যক্তি হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া এটি শ্রেষ্ঠ নাট্যধর্মী চলচ্চিত্র ও শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কার অর্জন করে। এই চলচ্চিত্রটিকে জেন অস্টেনের সৃষ্টিকর্মের সেরা চলচ্চিত্ররূপ বলে গণ্য করা হয়।[৩]
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- এমা টমসন - এলিনর ড্যাশউড
- হিউ গ্র্যান্ট - এডওয়ার্ড ফেরার্স
- কেট উইন্সলেট - ম্যারিঅ্যান ড্যাশউড
- অ্যালান রিকম্যান - কর্নেল ব্র্যান্ডন
- ইমোজেন স্টাবস - লুসি স্টিল
- গ্রেগ ওয়াইজ - জন উইলোবাই
- জেমা জোন্স - মিসেস ড্যাশউড, এলিনর ও ম্যারিঅ্যানের মা
- হ্যারিয়েট ওয়াল্টার - ফ্যানি ড্যাশউড
- জেমস ফ্লিট - জন ড্যাশউড
- হিউ লরি - মিস্টার পালমার
- ইমেল্ডা স্টনটন - শার্লট পালমার
- রবার্ট হার্ডি - স্যার জন মিডলটন
- এলিজাবেথ স্প্রিগস - মিসেস জেনিংস
- টম উইলকিনসন - মিস্টার ড্যাশউড
- এমিলি ফ্রঁসোয়া - মার্গারেট ড্যাশউড
- রিচার্ড লামসডেন - রবার্ট ফেরার্স
পুরস্কার ও স্বীকৃতি
[সম্পাদনা]১৯৯০-এর দশকের জেন অস্টেনের সৃষ্টিকর্মের একাধিক চলচ্চিত্ররূপের মধ্যে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি হলিউডে সবচেয়ে বেশি স্বীকৃতি লাভ করে[৪] এটি ৬৮তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ অভিনেত্রী (টমসন)-সহ সাতটি বিভাগে মনোনয়ন লাভ করে।[৫] টমসন শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন,[৬] যার ফলে তিনি একমাত্র ব্যক্তি হিসেবে অভিনয় (১৯৯৩ সালের হাওয়ার্ডস এন্ড চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন) ও লেখনীর জন্য অস্কার জয়ের গৌরব অর্জন করেন।[৭] এছাড়া এটি ৫৩তম গোল্ডেন গ্লোব পুরস্কারে শ্রেষ্ঠ নাট্যধর্মী চলচ্চিত্র ও শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে দুটি পুরস্কার অর্জন করে[৮] এবং ৪৯তম ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কারে ১২টি মনোনয়ন থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেত্রী (টমসন) ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (উইন্সলেট) বিভাগে তিনটি পুরস্কার অর্জন করে[৯] অধিকন্তু, চলচ্চিত্রটি ৪৬তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বর্ণ ভল্লুক অর্জন করে,[১০] যার ফলে অ্যাং লি প্রথম পরিচালক হিসেবে দুইবার এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।[১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "'Sense and Sensibility' (PG)"। ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ১৫ ডিসেম্বর ১৯৯৫। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৫।
- ↑ "Sense and Sensibility"। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। ২৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৫।
- ↑ ফ্ল্যাভিন ২০০৪, পৃ. ৪২।
- ↑ পারিল ২০০২, পৃ. ৪।
- ↑ "Nominees & winners for the 68th Academy Awards"। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৫।
- ↑ ওয়েলকস, রবার্ট ডাব্লিউ. (২৬ মার্চ ১৯৯৬)। "'Braveheart' is top film; Cage, Sarandon win"। লস অ্যাঞ্জেলেস টাইমস। ৯ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৫।
- ↑ জনসন, অ্যান্ড্রু (২৮ মার্চ ২০১০)। "Emma Thompson: How Jane Austen saved me from going under"। দি ইন্ডিপেন্ডেন্ট। ২৬ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৫।
- ↑ "Golden Globe Awards closes gala event with some "Sense and Sensibility""। সারাসোটা হেরাল্ড-ট্রিবিউন। ২২ জানুয়ারি ১৯৯৬। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৫ – গুগল নিউজ এর মাধ্যমে।
- ↑ ম্যাকডোনাল্ড, ম্যারিঅ্যান (২১ এপ্রিল ১৯৯৬)। "Emma Thompson adds Bafta to Oscar trophies"। দি ইন্ডিপেন্ডেন্ট। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৫।
- ↑ "Berlinale: 1996 prize winners"। বার্লিনালে। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৫।
- ↑ পার্কিনসন, ডেভিড। "Sense and Sensibility"। রেডিও টাইমস। ২৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৫।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- পারিল, সু (২০০২)। Jane Austen on Film and Television: A Critical Study of the Adaptations। ম্যাকফারল্যান্ড। আইএসবিএন ০-৭৮৬৪-১৩৪৯-২। ২৬ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৫।
- ফ্ল্যাভিন, লুইস (১ জানুয়ারি ২০০৪)। Jane Austen in the Classroom: Viewing the Novel/reading the Film। পিটার ল্যাং পাবলিশিং। পৃ. ৪২। আইএসবিএন ৯৭৮-০-৮২০৪-৬৮১১-২। ৩ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৯৯৫-এর চলচ্চিত্র
- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ১৯৯৫-এর প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের ব্রিটিশ চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের মার্কিন চলচ্চিত্র
- ইংরেজি ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র
- ব্রিটিশ ঐতিহাসিক প্রণয়ধর্মী চলচ্চিত্র
- ব্রিটিশ প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র
- মার্কিন ঐতিহাসিক প্রণয়ধর্মী চলচ্চিত্র
- মার্কিন প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র
- কলাম্বিয়া পিকচার্সের চলচ্চিত্র
- অ্যাং লি পরিচালিত চলচ্চিত্র
- এমা টমসনের চিত্রনাট্য সংবলিত চলচ্চিত্র
- প্যাট্রিক ডয়েল সুরারোপিত চলচ্চিত্র
- সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি অবলম্বনে চলচ্চিত্র
- ইংল্যান্ডের পটভূমিতে চলচ্চিত্র
- স্বর্ণ ভল্লুক বিজয়ী
- শ্রেষ্ঠ নাট্যধর্মী চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব বিজয়ী
- শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কার বিজয়ী
