সেউতায় কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেউতায় কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী
রোগকোভিড-১৯
ভাইরাসের প্রজাতিসার্স-কোভি-২
স্থানসেউতা
আগমনের তারিখ১৩ মার্চ ২০২০
(৪ বছর, ২ সপ্তাহ ও ৪ দিন)
উৎপত্তিউহান, হুপেই, চীন হতে স্পেন
নিশ্চিত আক্রান্ত২২২
সুস্থ২১৮
মৃত্যু

কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী ২০২০ সালের মার্চ মাসে স্পেনীয় অঞ্চল সেউতাতে পৌঁছে বলে নিশ্চিত করা হয়।

সময়রেখা[সম্পাদনা]

মার্চ ২০২০[সম্পাদনা]

১০ মার্চ ইবেরীয় উপদ্বীপের একজন ব্যক্তি করোনভাইরাস উপসর্গ নিয়ে সেউতাতে পৌঁছালে পাঁচ দিনের জন্য পর্যবেক্ষণে থাকার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। ১৩ মার্চ তাকে পরীক্ষা করার পর কোভিড-১৯ ইতিবাচক হিসেবে সনাক্ত করা হয়।

এপ্রিল ২০২০[সম্পাদনা]

৪ এপ্রিলের মধ্যে, অঞ্চলটি কোভিড-১৯ এর ৮৩ টি মামলা নিশ্চিত করে, এর মধ্যে ৭৪ জন বাড়িতে ছিল (যার মধ্যে ২ জন সুস্থ হয়ে উঠে), ৭ জন হাসপাতালে ভর্তি হয় এবং ২ জনের মৃত্যু হয়।[১]

১৬ এপ্রিল পর্যন্ত, শহরটি মোট ১০০ টি কোভিড-১৯ এর মামলা নিশ্চিত করে। যার মধ্যে ৪২ জন ভাইরাসটি কাটিয়ে উঠতে পারে এবং ৪ জন মারা যায়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Otros 10 positivos más elevan a 83 los casos de coronavirus en Ceuta"El Faro de Ceuta (স্পেনীয় ভাষায়)। ২০২০-০৪-০৪। ২০২০-০৪-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৪ 
  2. "Ceuta alcanza los 100 casos confirmados por coronavirus"El Faro de Ceuta (স্পেনীয় ভাষায়)। ২০২০-০৪-১৬। ২০২১-০৮-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৬