সৃষ্টিশীল ভাষাবিজ্ঞান

সৃষ্টিশীল ভাষাবিজ্ঞান বা সঞ্জননী ভাষাবিজ্ঞান (ইংরেজি: Generative linguistics) ভাষাবিজ্ঞানের একটি ধারা যেখানে সৃষ্টিশীল ব্যাকরণের ধারণাকে কাজে লাগানো হয়।
সৃষ্টিশীল ব্যাকরণ হল কতগুলি নিয়মের একটি সসীম সেট, যে নিয়মগুলি ব্যবহার করে কোন প্রদত্ত ভাষার সমস্ত বাক্য সৃষ্টি বা সঞ্জনন (generate) করা সম্ভব। ভাষাবিজ্ঞানী নোম চম্স্কি এই ধারণাটি ভাষাবিজ্ঞানে প্রথম উপস্থাপন করেন। আরও সঠিকভাবে বলতে গেলে সঞ্জননী ব্যাকরণ কোন ভাষার প্রতিটি বাক্যের জন্য একটি গাঠনিক বর্ণনা প্রদানে সক্ষম। [১])
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ Chomsky, Noam (১৯৬৫)। Aspects of the Theory of Syntax। MIT Press।
ভাষাবিজ্ঞান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
ভাষা বিজ্ঞান হলো একটা নতুন বৈজ্ঞানিক রুপ। আমরা জানি অতি প্রাচিন। আমার ধারণা বাংলা ভাষা সমপূর্ন নয়। কারণ দিন দিন ভাষা সংস্করণ হবে। সৃষ্টিশীল ভাষা বিজ্ঞান হলো কতোকগুলো স্বর স্বন্দ্বির বিষম সমষ্টি। সৃষ্টিশীল ভাষা বিজ্ঞানের পূর্ণতা দান করেন শাকীল আহমেদ।