সুস্মিতা সিংহ রায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুস্মিতা সিংহ রায়
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামসুস্মিতা সিংহ রায়
জাতীয়তা ভারত
জন্ম (1984-03-26) ২৬ মার্চ ১৯৮৪ (বয়স ৪০)
মেদিনীপুর, পশ্চিমবঙ্গ,ভারত
উচ্চতা১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
ওজন৬৬ কেজি (১৪৬ পা)
ক্রীড়া
ক্রীড়াAthletics
বিভাগহেপ্টাথেলন
ক্লাবভারতীয় রেল
সাফল্য ও খেতাব
ব্যক্তিগত সেরাহেপ্টআথেলন: ৬,০২৭ পয়েন্ট
(2008)
পদকের তথ্য
Women's মল্লক্রীড়া
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
এশিয়ান চ্যাম্পিয়নশিপ
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০০৫ ইঞ্চেয়ন হেপ্টাথেলন
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০৭ আম্মান হেপ্টাথেলন

সুস্মিতা সিংহ রায় ( হিন্দি: सुष्मिता सिंघा राय  ; ২৬ শে মার্চ ১৯৮৪ মেদিনীপুরে জন্মগ্রহণ) একজন ভারতীয় হেপ্টাথালিট। [১] তিনি আইএএএফ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ( ২০০৫ সালে দক্ষিণ কোরিয়ার ইনচিয়নে এবং ২০০৭ এর আম্মান, জর্দান ) স্ব স্ব বিভাগের জন্য একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। [২]

ভোপালে ভারতীয় ফেডারেশন কাপ থেকে ৫,৮৬৬ পয়েন্টের বি-স্ট্যান্ডার্ড অর্জনের পরে ২০০৮ বেইজিংয়ের গ্রীষ্মকালীন অলিম্পিকে সিংহ রায় মহিলাদের হেপাথলনের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। [৩] তিনি প্রথমে ৫,৭০৫ পয়েন্ট নিয়ে এই ইভেন্টে তেতাল্লিশজন হেপাথলিটের মধ্যে ত্রিশ তম স্থান পেয়েছিলেন, তবে মেথাইলেস্টোস্টেরনে ডোপিং টেস্টে ব্যর্থ হওয়ার কারণে ইউক্রেনের লিউডমিলা ব্লোনস্কা তার রৌপ্য পদক থেকে বঞ্চিত হয়েছিলেন । [৪][৫]

পরের বছর, সিংহ রায় তার ক্রীড়া জীবনে অনেক ধাক্কা খেয়েছিলেন। তিনি ২০০৯ সালের আইএএএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জার্মানির বার্লিনে ছয় ছয়জন অ্যাথলিটের মধ্যে শেষ স্থানে ছিলেন, মোট ৪৯৮৩ পয়েন্ট নিয়ে, যা তাঁর ব্যক্তিগত সেরা ৬২০৭এর থেকে অনেক কম। তিনি তার ব্যক্তিগর সেরা স্কোরটি করেছিলেন বেঙ্গালুরুতে একটি জাতীয় সম্মেলনে। [৬] বাম হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি চীন এর গুয়াংজুতে ২০০৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ভোপালে ওপেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও অংশ নিতে পারেননি। [৭]

আয়োজক দেশ ভারতের প্রতিনিধিত্ব করে দিল্লিতে ২০১০ সালের কমনওয়েলথ গেমসে তার প্রস্তুতি এবং প্রশিক্ষণের জন্য শেষ পর্যন্ত সিংহ রায় পুনর্বাসন থেকে বেরিয়ে এসেছিলেন। সুস্মিতা মোট ৫,১২০ পয়েন্ট নিয়ে মহিলাদের হেপটাথলনে ষষ্ঠ স্থান অর্জন করেন। [৮]

 

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "NBC Olympics Athlete Profile: Sushmitha Singha Roy"Beijing 2008NBC Olympics। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Asian Athletics: Women keep tricolour flying"। One India News। ২৭ জুলাই ২০০৭। ১২ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১২ 
  3. "Singha Roy meets Olympic B-standard – Indian Federation Cup report"IAAF। ২৮ ফেব্রুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১২ 
  4. "Blonska thrown out of long jump"BBC Sport। ২১ আগস্ট ২০০৮। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১২ 
  5. "Women's Heptathlon"Beijing 2008NBC Olympics। ৩০ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১২ 
  6. "Susmita finishes last"The Hindu। ১৭ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১২ 
  7. Das, Nilankur (১৭ আগস্ট ২০০৯)। "Injured Sushmita may miss Asian meet"Hindustan Times। ২৫ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১২ 
  8. "Harminder gives India 2nd athletics medal, others disappoint"। NDTV। ৯ অক্টোবর ২০১০। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১২