সুশীল মজুমদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সুশীল মজুমদার (২২ ডিসেম্বর ১৯০৬ - ১৯ মার্চ ১৯৮৮) একজন বাঙালি পরিচালক ও অভিনেতা ছিলেন। তিনি ১৯২৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ৩৪টি সিনেমা পরিচালনা ও ১৭টি সিনেমাতে অভিনয় করেন।

সুশীল মজুমদার
জন্ম২২ ডিসেম্বর, ১৯০৬
মৃত্যু১৯ মার্চ, ১৯৮৮ (বয়স ৮১)
জাতীয়তাভারতীয়
পেশাচলচ্চিত্র পরিচালক, অভিনেতা
কর্মজীবন১৯২৯-১৯৭১

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

পরিচালক হিসেবে[সম্পাদনা]

  1. একদা (১৯৩২)
  2. তরুবালা (১৯৩৪)
  3. মুক্তিস্থান (১৯৩৭)
  4. রিক্ত (১৯৩৯)
  5. তাঁতিনীর বিচার (১৯৪০)
  6. প্রতিশোধ (১৯৪১)
  7. অভয়ের বিয়ে (১৯৪২)
  8. যোগাযোগ (১৯৪৩)
  9. হসপিটাল (১৯৪৩)
  10. বেগম (১৯৪৫)
  11. চার আখেঁ (১৯৪৬)
  12. অভিযোগ (১৯৪৭)
  13. সিপাহী কি সপ্না (১৯৪৮)
  14. সর্বহারা (১৯৪৮)
  15. দিব্যরত্ন (১৯৫০)
  16. রাত্রির তপস্যা (১৯৫২)
  17. মনের ময়ূর (১৯৫৪)
  18. দুঃখীর ইমান (১৯৫৪)
  19. ভাঙ্গাগড়া (১৯৫৪)
  20. অপরাধী (১৯৫৫)
  21. শুভরাত্রি (১৯৫৬)
  22. ধনের মর্যাদা (১৯৫৬)
  23. শেষ পরিচয় (১৯৫৭)
  24. মর্মাবনী (১৯৫৮)
  25. পুষ্পধনু (১৯৫৯)
  26. হসপিটাল (১৯৬০)
  27. কঠিন মায়া (১৯৬১)
  28. সঞ্চারিনী (১৯৬২)
  29. লাল পাথর (১৯৬৪)
  30. কাল স্রোতে (১৯৬৪)
  31. শুক সারি (১৯৬৯)
  32. লাল পাথর (১৯৭১)
  33. বাসন্তী পূর্ণামা (১৯৭৩)
  34. অগ্নি সমভবা (১৯৮২)

অভিনেতা হিসেবে[সম্পাদনা]

  1. নিশির ডাক (১৯৩২)
  2. একদা (১৯৩২)
  3. রিক্ত (১৯৩৯)
  4. অভিনব (১৯৪০)
  5. দিকভ্রান্ত (১৯৫০)
  6. দুঃখীর ইমান (১৯৫৪)
  7. অপরাধী (১৯৫৫)
  8. হসপিটাল (১৯৬০)
  9. লাল পাথর (১৯৬৪)
  10. চিড়িয়াখানা (১৯৬৭)
  11. লাল পাথর (১৯৭১)
  12. প্রিয় বান্ধবী (১৯৭৫)
  13. নিধিরাম সর্দার (১৯৭৬)
  14. নানা রঙের দিনগুলি (১৯৭৭)
  15. সমাধান (১৯৭৯)
  16. দুই পৃথিবী (১৯৮০)
  17. ন্যায় অন্যায় (১৯৮১)

চিত্রনাট্যকার হিসেবে[সম্পাদনা]

  1. ভাঙ্গাগড়া (১৯৫৪)
  2. লাল পাথর (১৯৬৪)

প্রযোজক হিসেবে[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]