বিষয়বস্তুতে চলুন

সুশান্ত সিং (অভিনেতা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুশান্ত সিং
২০১৮ সালে সুশান্ত সিং
জন্ম (1972-03-09) ৯ মার্চ ১৯৭২ (বয়স ৫২)
মাতৃশিক্ষায়তনকিররি মল কলেজ
পেশা
  • অভিনেতা
  • উপস্থাপক
  • লেখক
দাম্পত্য সঙ্গীমলিনা সিং
সন্তান
পুরস্কারপূর্ণ তালিকা

সুশান্ত সিং (জন্ম ৯ মার্চ ১৯৭২) একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা, লেখক ও উপস্থাপক। তিনি হিন্দিতেলুগু চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি ১৯৯৮ সালে রাম গোপাল বর্মার সত্য-এ অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন করেন। তিনি জঙ্গল (২০০০) চলচ্চিত্রে ডাকাত দুর্গা নারায়ণ চৌধুরী চরিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয়শিল্পী বিভাগে জি সিনে পুরস্কারআইফা পুরস্কার অর্জন করেন।

তিনি এরপর জীবনীমূলক নাট্যধর্মী ডক্টর বাবাসাহেব আম্বেডকর (২০০০) ও দ্য লেজেন্ড অব ভগৎ সিং (২০০২) চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করেন।[] তিনি কয়েকটি তেলুগু চলচ্চিত্রেও অভিনয় করেন। এছাড়া তিনি লাইফ ওকে'তে প্রচারিত অপরাধমূলক অনুষ্ঠান সাবধান ইন্ডিয়া উপস্থাপনা করেন। তিনি ২০২০ সালের মে মাস পর্যন্ত সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশনের (সিন্টা) সম্মানিত সম্পাদক ছিলেন।[] কুলপ্রীত যাদবের সাথে যৌথভাবে তিনি কুইন্স অব ক্রাইম বই রচনা করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

১৯৯৮ সালে রাম গোপাল বর্মার সত্য-এ অভিনয়ের মধ্য দিয়ে সুশান্ত সিংয়ের চলচ্চিত্রে অভিষেক ঘটে।[] ২০০০ সালে জঙ্গল চলচ্চিত্রে ডাকাত দুর্গা নারায়ণ চৌধুরী চরিত্রে অভিনয় করে তিনি সমাদৃত হন এবং শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয়শিল্পী বিভাগে জি সিনে পুরস্কারআইফা পুরস্কার অর্জন করেন। একই বছর তিনি ডক্টর বাবাসাহেব আম্বেডকর চলচ্চিত্রে অভিনয় করেন।[]

এরপর তিনি দ্য লেজেন্ড অব ভগৎ সিং (২০০২) চলচ্চিত্রে সুখদেব থাপার চরিত্রে অভিনয় করেন।[] শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে আইফা পুরস্কারস্টার স্ক্রিন পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
২০০১ ৪র্থ জি সিনে পুরস্কার শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয়শিল্পী জঙ্গল বিজয়ী []
২য় আইফা পুরস্কার শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনয় বিজয়ী []
২০০৩ ৪র্থ আইফা পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা দ্য লেজেন্ড অব ভগৎ সিং মনোনীত []
১০ম স্ক্রিন পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা মনোনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Full of spark"দ্য হিন্দু। ২০০২-০৮-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪ 
  2. সিং, সুশান্ত। "Biography - Sushant Singh"। ২০১১-০৭-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. জৈন, ঋদ্ধি। "Crime not men's monopoly, Sushant Singh on debut book"দ্য হংস ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪ 
  4. "I was a total bore in college: Sushant"দ্য টাইমস অব ইন্ডিয়া। ২০১৩-০৯-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪ 
  5. শেখর, মীমাংসা (১৪ জুলাই ২০২১)। "First of Many: Sushant Singh revisits Dr Babasaheb Ambedkar"দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৪ 
  6. ""The Legend of Bhagat Singh"দ্য হিন্দু। ২০০৩-০৪-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪ 
  7. "Zee Cine Awards 2001"Zee Cine Awards। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪ 
  8. "IIFA Through the Years - IIFA 2001: South Africa"আইফা। ২৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪ 
  9. "IIFA Through the Years – IIFA 2003 : South Africa"আইফা। ২০১৫-০২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]