বিষয়বস্তুতে চলুন

সুলতান বার্কিয়ারুক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
  • বারকিয়ারুক
  • برکیارق
সুলতান
শাহআনশাহ
বারকিয়ারুকের অভিষেকের দৃশ্য, ১৪শ শতকের বই জামি' আত-তাওয়ারিখ থেকে
সেলজুক সাম্রাজ্যের সুলতান
রাজত্ব১০৯৪–১১০৫
পূর্বসূরিমাহমুদ প্রথম
উত্তরসূরিমালিক শাহ দ্বিতীয়
জন্ম১০৭৯/৮০
ইসফাহান
মৃত্যু১১০৫ (বয়স ২৫)
বোরুজেরদ
বংশধরমালিক শাহ দ্বিতীয়
যুবায়দা খাতুন
পূর্ণ নাম
রুকন আল-দীন আবু'ল-মুজাফফর বারকিয়ারুক ইবনে মালিক শাহ
রাজবংশসেলজুক বংশ
পিতামালিক শাহ প্রথম
মাতাযুবায়দা খাতুন
ধর্মসুন্নি ইসলাম

রুকন আল-দীন আবুল মুজাফফর বার্কিয়ারুক ইবনে মালিক শাহ ( ফার্সি ভাষায়ঃ ابو المظفر رکن الدین برکیارق بن ملکشاه, রোমানীয়ঃ Rukn al-Dīn Abuʿl-Moẓaffar Berkyāruq ibn Malik-Šāh; ১০৭৯/৮০ - ১১০৫), বার্কিয়ারুক হিসেবে সমাধিক পরিচিত, ১০৯৪ থেকে ১১০৫ পর্যন্ত সেলজুক সাম্রাজ্যের পঞ্চম সুলতান ছিলেন[]

প্রথম মালিক শাহর (শাসনকাল: ১০৭২–১০৯২) পুত্র ও উত্তরসূরি ছিলেন তিনি। তার শাসনকালেই সেলজুক সাম্রাজ্যের অবক্ষয় ও বিভাজনের প্রাথমিক ধাপগুলো শুরু হয়, যার ফলে তুর্কোমান আতাবেগ ও ক্ষুদ্র প্রিন্সিপালিটিগুলোর উত্থান ঘটে, যা শেষ পর্যন্ত কের্মন প্রদেশ থেকে আনাতোলিয়া এবং সিরিয়া পর্যন্ত বিস্তৃত হয়। তার শাসনকাল ছিল অভ্যন্তরীণ সংঘাতে পরিপূর্ণ, বিশেষ করে অন্যান্য সেলজুক প্রিন্সদের সাথে। ১১০৫ সালে তার মৃত্যুর সময়, তার ক্ষমতা প্রায় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গিয়েছিল। তার কনিষ্ঠ পুত্র দ্বিতীয় মালিক শাহ স্বল্প সময়ের জন্য তাকে উত্তরসূরি হিসেবে গ্রহণ করেন, কিন্তু শীঘ্রই তার সৎভাই ও প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ প্রথম তাপার (শাসনকাল: ১১০৫–১১১৮) তাকে হত্যা করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Tor 2012, পৃ. 150 (see also note 24)।

পাদটীকা

[সম্পাদনা]

আরো পড়ুন

[সম্পাদনা]
পূর্বসূরী
প্রথম মালিক শাহ
শাসকগণের তালিকা
1094–1105
উত্তরসূরী
দ্বিতীয় মালিক শাহ