সুলতান উদ্দিন ভূঁইয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুলতান উদ্দিন ভূঁইয়া
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৮৬ – ১৯৯০
উত্তরসূরীআব্দুল মতিন চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৫৩
নারায়ণগঞ্জ
মৃত্যু১৩ জুন ২০২০
ইউনাইটেড হাসপাতাল, ঢাকা
সমাধিস্থলমুড়াপাড়ার পারিবারিক কবরস্থান
রাজনৈতিক দলজাতীয় পার্টি
সন্তানএক ছেলে, দুই মেয়ে
পিতামাতাগুলবক্স ভূঁইয়া

সুলতান উদ্দিন ভূঁইয়া (আনু. ১৯৫৩-১৩ জুন ২০২০) বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রাজনীতিবিদ ও নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

সুলতান উদ্দিন ভূঁইয়া ১৯৫৩ সালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন ২২ পরিবার তথা ঐসময়কার শিল্পপতি গুলবক্স ভূঁইয়ার চতুর্থ ছেলে।[২]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

সুলতান উদ্দিন ভূঁইয়া রাজনৈতিক জীবনের শুরুতে ছাত্রলীগের নেতা ছিলেন। জাতীয় পার্টিতে যোগদিয়ে ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[৩][৪]

ভূঁইয়া নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি, সুতা বণিক সমিতির সভাপতি এবং নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন।[১]

মৃত্যু[সম্পাদনা]

সুলতান উদ্দিন ভূঁইয়া ১৩ জুন ২০২০ সালে স্ট্রোক করে পক্ষাঘাতগ্রস্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ার পারিবারিক কবরস্থানে সমাহিত করে হয়।[৫][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sultan Bhuiyan no more"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২০-০৬-১৫। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৮ 
  2. রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি (১৪ জুন ২০২০)। "রূপগঞ্জের সাবেক এমপির মৃত্যু"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০ 
  3. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  4. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  5. রূপগঞ্জ প্রতিনিধি (১৪ জুন ২০২০)। "সাবেক এমপি সুলতান উদ্দিন ভূঁইয়ার ইন্তেকাল"দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০ 
  6. সিনিয়র করেসপন্ডেন্ট (১৩ জুন ২০২০)। "নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে জাপা'র শোক"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০