সুলতান আহমেদ (বর্মী রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুলতান আহমেদ
মংডু এলাকার বার্মা গণপরিষদ সদস্য
কাজের মেয়াদ
১৯৪৭ – ১৯৪৮
মংডু আসনের ইউনিয়ন হ্লুটও সদস্য
কাজের মেয়াদ
১৯৫১ – ১৯৬২
সংখ্যালঘু মন্ত্রণালয়ের সংসদীয় সচিব

সুলতান আহমেদ ছিলেন বার্মার আরাকানের (বর্তমানে রাখাইন রাজ্য, মিয়ানমার) সবচেয়ে দীর্ঘমেয়াদী বিধায়কদের একজন। আহমেদ জমিয়ত-ই-উলামা পার্টির সভাপতি ছিলেন, যেটি বার্মার প্রতিষ্ঠাতা রাজনৈতিক দল এন্টি-ফ্যাসিস্ট পিপলস ফ্রিডম লীগের সাথে জোটবদ্ধ ছিল। আহমেদ ১৯৬২ সালের বর্মী অভ্যুত্থান পর্যন্ত বর্মী সংসদে দায়িত্ব পালন করেন।[১]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

সুলতান আহমেদ ১৯০১ সালে বার্মার মংডুর (উত্তর আরাকানে) থাই চাউং গ্রামে (বালুখালি, মালাভি পাড়া) জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা আকরাম উদ্দিন। ১৯১৯ সালে চট্টগ্রামের সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাস করেন। তিনি ১৯২৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। ১৯২৯ সালে তিনি রেঙ্গুন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন।

রাজনৈতিক পেশা[সম্পাদনা]

ব্রিটিশ বার্মা[সম্পাদনা]

আহমেদ ১৯৪৭ সালে মংডু নির্বাচনী এলাকার প্রতিনিধি হিসেবে ব্রিটিশ বার্মার আইনসভায় নির্বাচিত হন।[২] ১৯৪৭ সালে বর্মী আইনসভায় এম. এ. গাফফার ছাড়া আহমেদ ছিলেন দুজন আরাকানি ভারতীয়দের অন্যতম।

বার্মা ইউনিয়ন[সম্পাদনা]

১৯৪৮ সালে বার্মার স্বাধীনতার পর আহমেদ বর্মী গণপরিষদের সদস্য হন। ১৯৫১ সালের বর্মী সাধারণ নির্বাচনের সময় তিনি মংডু-১ আসন থেকে ইউনিয়ন সংসদে নির্বাচিত হন। তিনি ১৯৫৬১৯৬০ সালে পুনরায় নির্বাচিত হন। আহমেদকে উপমন্ত্রীর পদমর্যাদাসহ সংখ্যালঘু মন্ত্রণালয়ের সংসদীয় সচিব নিযুক্ত করা হয়। তিনি ছিলেন বার্মার ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী সংসদীয় সচিবদের একজন।[২]

রাষ্ট্রের বিষয়বস্তু[সম্পাদনা]

কিয়াও ইয়িন, সান তুন অং ও থা তুনের সাথে সুলতান আহমেদ বিচারপতি স্যার বা ওউ কমিশনের আরাকান উপ-কমিটির সদস্য ছিলেন। বার্মার প্রধান বিচারপতির নেতৃত্বে কমিশনটি আরাকানি রাষ্ট্রের সম্ভাবনা অন্বেষণের জন্য প্রধানমন্ত্রী ইউ নু দ্বারা গঠিত হয়। কমিটি ২৯ অক্টোবর ১৯৪৮ তারিখে তাদের প্রতিবেদন পেশ করে। এটি একটি আরাকান বিষয়ক মন্ত্রনালয় গঠনের সুপারিশ করে যা এটি ও একটি সাহায্যকারী আরাকান বিষয়ক পরিষদ উভয়ই সাংবিধানিকভাবে স্বীকৃত হবে।[৩]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The Concept. Raja Afsar Khan. 1984. p. 31.
  2. http://www.burmalibrary.org/docs08/mag_arakan01-09.pdf [অনাবৃত ইউআরএল পিডিএফ]
  3. "Arakanese Political Activities from 1948 to 1962"। ২০১৭-১২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-০৪