সুমথনাথ ঘোষ
সুমথনাথ ঘোষ (১ সেপ্টেম্বর ১৯১২ [১] - ১০ এপ্রিল, ১৯৮৪) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, প্রকাশক, অনুবাদক জনপ্রিয় ঔপন্যাসিক ও ছোটগল্পকার। [২] একশোরও বেশি বই লিখেছেন সুমথনাথ৷ তার প্রথম উপন্যাস 'সুদূরের পিয়াসী' ১৯৪১ খ্রিস্টাব্দে এবং প্রথম গল্পসংগ্রহ 'জটিলতা'১৯৪২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ‘বাঁকা স্রোত’ প্রকাশিত হয় ১৯৪৩ খ্রিস্টাব্দে৷ ১৯৩৪-এর মার্চে ঘনিষ্ট বন্ধু ও সুসাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্রের সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেন ‘মিত্র ও ঘোষ প্রকাশনা’ সংস্থা৷[৩] শিশু-কিশোরদের জন্য তিনি লিখেছেন ‘মোহন সিং-এর বাঁশি’, ‘ছোটদের বিশ্বসাহিত্য’ প্রভৃতি। তার অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে আলেকজেন্ডার দুমার ‘থ্রি মাস্কেটিয়ার্স’, ওয়াল্টার স্কটের ‘আইভ্যান হো’, চার্লস ডিকেন্সের ‘ডেভিড কপারফিল্ড’ প্রভৃতি।[৪] [৫] তার লিখিত ভ্রমণকাহিনি, উপন্যাস সুদূরের পিয়াসী, বাঁকা স্রোত, প্রভৃতি বাংলা সাহিত্যে বিশেষ আলোড়ন তুলতে সক্ষম হয়েছিলো।[৬]
গজেন্দ্রকুমার মিত্রের সঙ্গে মাসিক সাহিত্য পত্রিকা তিনি 'কথাসাহিত্য' শুরু করেন।[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬, পৃষ্ঠা ৮০৮, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
- ↑ ক খ শিশিরকুমার দাশ সংকলিত ও সম্পাদিত, সংসদ বাংলা সাহিত্যসঙ্গী, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৯, পৃষ্ঠা ২৩২ আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-০০৭-৯ আইএসবিএন বৈধ নয়
- ↑ "Writers"। Mitra and Ghosh Publishers Pvt. Ltd.। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৫।
- ↑ "শতবর্ষে সাহিত্যিক সুমথনাথ ঘোষ"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৫।
- ↑ [১]
- ↑ "পুস্তক পরিচয় ২"। anandabazar। ১৮ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৫।