সুন্দরী (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুন্দরী
পরিচালকআমজাদ হোসেন
প্রযোজকসুরাইয়া আক্তার চৌধুরী
চিত্রনাট্যকারআমজাদ হোসেন
কাহিনিকারআমজাদ হোসেন
শ্রেষ্ঠাংশে
সুরকারআলাউদ্দিন আলী
চিত্রগ্রাহকরফিকুল বারী চৌধুরী
সম্পাদকসৈয়দ আওয়াল
মুক্তি
  • ২১ ডিসেম্বর ১৯৭৯ (1979-12-21)
[১]
স্থিতিকাল১৩২ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা

সুন্দরী ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র। ছায়াছবিটির কাহিনী লিখেছেন এবং পরিচালনা করেছেন প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন[২] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ববিতা, ইলিয়াস কাঞ্চন, আনোয়ার হোসেন, আনোয়ারা, সাইফুদ্দিন, জসিম প্রমুখ।[৩] চলচ্চিত্রটি ৭টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।[৪]

কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]

ঈমান আলী তালুকদারের ভাড়াটে লাঠিয়াল। তাকে পাঠানো হয় তালুকদারের প্রতিদ্বন্দ্বী মাস্টারকে মারার জন্য। কিন্তু তার অন্তসত্বা স্ত্রীর আবদার মানতে সে তাকে খুন করতে পারে না। তালুকদার নুরুকে পাঠায় ঈমান আলীর বেঈমানীর প্রতিশোধ নেওয়ার জন্য। ঈমান আলী তাকে তালুকদারের দাসত্ব থেকে মুক্তির আহ্বান করে। এতে নুরুও সারা দেয়। ঈমান আলীর স্ত্রী তার একমাত্র কন্যা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। ঈমান আলী তাকে যত্ন করে মানুষ করে। অন্যদিকে কাঞ্চন সৎ ভাইদের পরিবারে দুঃখ-দুর্দশায় বড় হয়। এক পর্যায়ে সৎ ভাইরা তাকে বাড়ি থেকে বের করে দেয়। ইতিমধ্যে সে তালুকদারের সাথেও বিবাদে জড়িয়ে পরে। সে ঈমান আলীর কাছে লাঠি খেলা শিখতে গেলে তালুকদার ঈমান আলীকে খুন করায়। এতে করে সুন্দরী ও কাঞ্চন উভয়ই অসহায় হয়ে পরে। তারা তালুকদারের বিদ্বেষ হতে বাঁচার পথ খুজতে থাকে।

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

সুন্দরী
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ১৯৮০ (1980)
শব্দধারণের সময়ইপ্‌সা রেকর্ডিং স্টুডিও
স্থানঢাকা, বাংলাদেশ
স্টুডিওইপ্‌সা রেকর্ডিং স্টুডিও
ঘরানাচলচ্চিত্রের সঙ্গীত
প্রযোজকআলাউদ্দিন আলী
সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন, আব্দুল আলীম, রুনা লায়লা কালক্রম
গোলাপী এখন ট্রেনে
(১৯৭৮)
সুন্দরী
(১৯৮০)
সূর্য দীঘল বাড়ী
(১৯৭৯)

সুন্দরী চলচ্চিত্রের সঙ্গীত পরচালনা করেছেন আলাউদ্দিন আলী। গানের কথা লিখেছেন আমজাদ হোসেন[৫] এছাড়াও ফকির লালন সাঁইয়ের "সবলোকে কয় লালন কি জাত সংসারে" লালন গীতিটিও এ চলচ্চিত্রে ব্যবহার করা হয়। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন, আব্দুল আলীম, রুনা লায়লা। এ ছায়াছবির "আমি আছি থাকব" ও "কেউ কোন দিন আমারে তো কথা দিল না" গান দুটি বেশ জনপ্রিয় হয়। "আমি আছি থাকব" গানটিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন।[৬] গানটি করতে আমজাদ হোসেনের সঙ্গে সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর চার-পাঁচ দিন বসতে হয়েছে। গানের স্থায়ীটুকু লিখতেই লেগেছিল দুই দিন। গানটির রেকর্ডিং হয়েছিল ইপসা রেকর্ডিং স্টুডিওতে।

গানের তালিকা[সম্পাদনা]

নং.শিরোনামরচয়িতাকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."সবলোকে কয় লালন কি জাত সংসারে"লালন শাহসৈয়দ আব্দুল হাদী ও আব্দুল আলীম 
২."মেরে বাকি উমারিয়া"আমজাদ হোসেনরুনা লায়লাসাইফুদ্দিন 
৩."আমি আছি থাকব"আমজাদ হোসেনসাবিনা ইয়াসমিন 
৪."কেউ কোন দিন আমারে তো"আমজাদ হোসেনসৈয়দ আব্দুল হাদী 
৫."কেউ কোন দিন আমারে তো (নারী)"আমজাদ হোসেনসাবিনা ইয়াসমিন 
৬."তেরে সিভা ম্যায় কেয়া কারুঁ"আমজাদ হোসেনসাবিনা ইয়াসমিন 

পুরস্কার[সম্পাদনা]

সুন্দরী ১৯৮০ সালে প্রদত্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৭টি বিভাগে পুরস্কার পায়।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বাচসাস পুরস্কার
  • বিজয়ী: শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা - সাইফুদ্দিন[৭]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Movie List 1979"বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. মিলান আফ্রিদী (১৮ ডিসেম্বর ২০১৪)। "বিরলপ্রজ এক ব্যক্তিত্বের গল্প"দৈনিক ইত্তেফাক। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৬ 
  3. "বাংলা ছায়াছবি 'সুন্দরী'"টিভি গাইড বাংলাদেশ। ঢাকা, বাংলাদেশ। ৫ নভেম্বর ২০১৫। ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৬ 
  4. ফজলে এলাহী (২ অক্টোবর ২০১৫)। "সাদাকালোয় সোনালি দিন"বনিক বার্তা। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "গীতিকার আমজাদ হোসেন"। ঢাকা, বাংলাদেশ: বাংলা লিরিকস। ৪ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৬ 
  6. রওশন আরা বিউটি (১৩ ফেব্রুয়ারি ২০১৪)। "ভালোবাসার প্রিয় গান"দৈনিক আজাদী। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. নভেরা দিপিতা (১৯ আগস্ট ২০০৫)। "Saifuddin Ahmed: On the good old days of Mukh O Mukhosh"। দ্য ডেইলি স্টার। ১৬ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]