বিষয়বস্তুতে চলুন

সুজিত সিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুজিত সিং
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সুজিৎ সিং
জন্ম (2003-10-11) ১১ অক্টোবর ২০০৩ (বয়স ২১)[]
জন্ম স্থান মাল, জলপাইগুড়ি, ভারত
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
মহামেডান স্পোর্টিং ক্লাব (কলকাতা)
জার্সি নম্বর ৬৪

সুজিৎ সিং একজন ভারতীয় ফুটবলার। বর্তমানে তিনি কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেন।[] সুজিতের বাড়ি জলপাইগুড়ি জেলার মালবাজারে

কর্মজীবন

[সম্পাদনা]

সুজিতের ফুটবলের হাতেখড়ি মালবাজার সৎকর সমিতি মাঠে প্রশিক্ষক বিশ্বনাথ বসুর কাছে। সেখানে অনুশীলন করাকালীন জলপাইগুড়ি এবিপিসি মাঠে অনুষ্ঠিত হওয়া এক প্রীতি ম্যাচে নজর কাড়েন তিনি। এর পরপরই তিনি ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের হয়ে মাঠে নামার সুযোগ পান। তিনি ইস্টবেঙ্গলের হয়ে অনূর্ধ্ব-১৮ আই লিগ খেলেছেন।[]

২০২১-২২ মৌসুমে সুজিৎ বাংলার হয়ে সন্তোষ ট্রফিতে খেলেছেন। কেরলে হওয়া প্রতিযোগিতায় বাংলাকে রানার্স করার ক্ষেত্রে সুজিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিযোগিতায় রাজস্থান ও মণিপুরের বিরুদ্ধে দু’টো গোল করেন তিনি। পরবর্তী সময়ে সিনিয়র জাতীয় দলের সঙ্গে বাংলার সন্তোষ ট্রফি দলের প্রীতি ম্যাচেও গোল করেছেন তিনি। তিনি ভারতীয় অনূর্ধ্ব-২০ জাতীয় দলে[] ডাক পান। এছাড়াও তিনি জাতীয় অনূর্ধ্ব ২০ দলের জার্সিতে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেন।

২০২৩ সালে সুজিৎ মহামেডান স্পোর্টিং ক্লাব দলে নাম লেখান। তিনি মহামেডানের জার্সিতে টানা দুই মৌসুমে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলেছেন।[]

২০২৪ সালের ডুরান্ড কাপে তিনি মহামেডানের হয়ে খেলেছেন। ২০২৩-২৪ মৌসুমে চাকরিসূত্রে তিনি ভারতীয় রেলের হয়ে সন্তোষ ট্রফিতেও খেলেন।

পেশাদার ম্যাচের বিবরণ

[সম্পাদনা]
  • ২০২৩
    • কলকাতা লিগ: ম্যাচ সংখ্যা - ৬; গোল সংখ্যা - ১
  • ২০২৪
    • ডুরান্ড কাপ: ম্যাচ সংখ্যা - ৩;গোল সংখ্যা - ১
    • কলকাতা লিগ: ম্যাচ সংখ্যা - ১০;গোল সংখ্যা - ০

সাফল্য

[সম্পাদনা]
  1. ভারত : অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপ (২০২২)
  2. মহামেডান : কলকাতা লিগ (২০২৩)
  3. বাংলা : সন্তোষ ট্রফি (রানার্স, ২০২১-’২২)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Sujit Singh - Player profile"www.transfermarkt.co.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১৬ 
  2. "Sujit Singh all set to sign for Mohammedan SC"Sportskeeda (ইংরেজি ভাষায়)। ২০২২-০৯-০১। 
  3. "East Bengal sign Sujit Singh on a three-year deal" 
  4. "ভারতের যুব ফুটবল দলে বাংলার সুজিত" 
  5. Sharma, Amitabha Das (২০২৪-০৮-১৩)। "Durand Cup 2024: Mohammedan Sporting downs Indian Navy to pick up its first win, finishes second in group"Sportstar (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১৬