বিষয়বস্তুতে চলুন

সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা
মানচিত্র
স্থাপিত২০১৭
অবস্থানহিমসাগর, পাবনা
ধরনস্মৃতি জাদুঘর

সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা পাবনার গোপালপুর এলাকার হিমসাগরে অবস্থিত একটি সংগ্রহশালা বা জাদুঘর।[] ২০১৭ সালে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়।[]

বাংলার চলচ্চিত্রের একজন কিংবদন্তি ছিলেন সুচিত্রা সেন[]

অবস্থান

[সম্পাদনা]
জাদুঘরের টিকিট ক্রয় কেন্দ্র ও প্রবেশদ্বার

জাদুঘরটি পাবনা পৌরসভার হিমসাগর এলাকায় পাবনা–সুজানগর আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে অবস্থিত। এর দক্ষিণ দিকে পাবনা সরকারি কলেজপাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ অবস্থিত।

ইতিহাস

[সম্পাদনা]

সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িতে জাদুঘরটি প্রতিষ্ঠিত করা হয়েছে। তিনি তার শৈশব কাল পাবনায় তার পৈতৃক বাড়িতে কাটিয়েছেন।[] ২০১৪ সালের ১৭ জুলাই অর্থাৎ সুচিত্রা সেনের মৃত্যুর ছয় মাস পর উচ্চ আদালতের নির্দেশে সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িটি দখলদার মুক্ত করা হয়। তারপর থেকে সেখানে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা নামফলক লিখে সাইনবোর্ড টাঙানো হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - পাবনা জেলা। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১২ 
  2. জুয়েল মাজহার (২০১৯-১২-২৮)। "মহানায়িকার স্মৃতিঘেরা সংগ্রহশালা"বাংলা নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১২ 
  3. আরিফ আহমেদ সিদ্দিকী (২০২২-০১-১৭)। "'সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা' গড়ার কাজে অগ্রগতি নেই"যায়যায়দিন। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১২ 
  4. শাহীন রহমান (২০২৩-০১-১৭)। "পৈত্রিক বাড়িতে 'সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা' কতদূর"রাইজিংবিডি। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১২