সি টি আব্দুর রহিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সি টি আব্দুর রহিম (মালয়ালম : സി.ടി। അബ്ദുറഹിം) হলেন একজন লেখক, ধর্মীয় পণ্ডিত এবং শিক্ষাবিদ।

জীবনী এবং অবদান[সম্পাদনা]

সি টি আব্দুর রহিম ১৯৪৫ সালে চেন্নামাঙ্গাল্লুর গ্রামে জন্মগ্রহণ করেন। দশ বছর ধর্মীয় শিক্ষা লাভ করার পরে ১৯৭২ সালে তিনি কাতারে পড়াশোনা চালিয়ে যান। পড়াশোনা শেষ করে তিনি কাতার পুলিশে যোগ দিয়েছিলেন এবং ধর্ম বিষয়ক ও সাংস্কৃতিক পুনরুজ্জীবন বিভাগের পরিচালক শেখ আনসারীর সাথে ভারতে আসেন।[তথ্যসূত্র প্রয়োজন]

১৯৮২ সালে তিনি কাতার ছেড়ে ভারতে ফিরে আসেন এবং বন্ধুদের সহায়তায় দয়াপুরম এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেন্টার স্থাপন করেন । গত ৩১ বছর ধরে তিনি রবিবারসহ দয়াপুরমে প্রতিদিন আসেন এবং এই সংস্থার মান উন্নয়নে কাজ করেন। [১]

জাভেদ আনন্দ সি টি আব্দুর রহিমকে "মুসলমানদের মধ্যে ইসলামবিরোধী আন্দোলনের থিঙ্ক ট্যাঙ্ক" বলে উল্লেখ করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন]

রচনাবলী[সম্পাদনা]

তিনি মালয়ালম ভাষায় ১২টি বই লিখেছেন:

  • ইন্ডিয়াচারিত্রাথিন্তে রান্ডু মুঘাঙ্গাল (ভারতীয় ইতিহাসের দুটি মুখ, ১৯৭১)
  • মাথাভুম যুক্তিবাদাভুম (ধর্ম ও নাস্তিক্য, ১৯৭১)
  • ম্যাথাম থাথওয়াভুম প্রয়োগাভুম (ধর্ম - তত্ত্ব ও অনুশীলন, ১৯৮০),
  • স্বাথথ্রমসরাম নষ্টপিত্ত নাল্লুকাল (স্বাধীনতা আন্দোলন - হারানো পাতাগুলি, ১৯৮২)
  • মাথেথার্থওয়াভুম ইন্ডিয়ান মুসলিমকাল্লুম (ধর্মনিরপেক্ষতা এবং ভারতীয় মুসলমান, ১৯৮২)
  • ইসলামাম ইদামারুকুম (ইসলাম ও ইদামারাকু, ১৯৮২)
  • প্রভাচকনম্বর (নবীগণ, ১৯৮৩)
  • শরীয়ত চর্চাকাল (শরীয়ত আলোচনা, ১৯৮৫)
  • কুলম্বাদিকাল (একটি আরবি উপন্যাস অনুবাদ, ১৯৮৫)
  • ওরু মালয়ালি মুসলিমিন্তে ভারিত্তা চিন্তাকাল (মালয়ালম মুসলিমদের স্বতন্ত্র চিন্তাভাবনা, ২০০৮)
  • আঠমাগীমেথাম (কবিতা সংগ্রহ, ২০১০)
  • মুসলিম ভেগড়বাদতন্তে থেভেরুকাল (মুসলিম সন্ত্রাসবাদের মূল, ২০০৯-ইসলাম ধর্মের একটি সমালোচনা, তৎকালীন ৫০০০ কপি বিক্রি হওয়ার রেকর্ডধারী বই)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Managing Committee of Dayapuram Residential School"। ৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২১ 

[১][২][৩][৪]

  1. http://www.dayapuram.org
  2. http://www.deccanchronicle.com/150702/nation-current-affairs/article/zakat-can-be-tool-social-bridging
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৩ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২১ 
  4. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/come-forward-to-face-the-challenges-of-terrorism/article3054874.ece