সিলেট-৩

স্থানাঙ্ক: ২৪°৪৯′ উত্তর ৯১°৫৪′ পূর্ব / ২৪.৮২° উত্তর ৯১.৯০° পূর্ব / 24.82; 91.90
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিলেট-৩
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাসিলেট জেলা
বিভাগসিলেট বিভাগ
মোট ভোটার
  • ৩,৮৬,৪৫৩ (ডিসেম্বর ২০২৩)[১]
  • পুরুষ ভোটার: ১,৯৬,১৬৭
  • নারী ভোটার: ১,৯০,২৮৫
  • হিজড়া ভোটার: ১
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদহাবিবুর রহমান হাবিব

সিলেট-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সিলেট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩১নং আসন। এই আসনে বর্তমান সংসদ সদস্য হলো আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব

সীমানা[সম্পাদনা]

সিলেট-৩ আসনটি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা, ফেঞ্চুগঞ্জ উপজেলা এবং বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। পূর্বে বালাগঞ্জ উপজেলার শুধু ৩টি ইউনিয়ন দেওয়ান বাজার ইউনিয়ন, পূর্ব গৌরীপুর ইউনিয়নপশ্চিম গৌরীপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত ছিল।[২] ২০১৮ সালের সীমানা পুনঃনির্ধারনে বালাগঞ্জ উপজেলার সবগুলি ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়।[৩]

ইতিহাস[সম্পাদনা]

সিলেট-৩ আসনটি ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় গঠিত হয়েছিল।

২০০৮ সাধারণ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন ২০০১ সালে আদমশুমারীর প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধি প্রতিফলিত করার জন্য এ আসনের সীমানা পূর্ণনির্ধারন করে।

২০১৮ সালের সাধারণ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন আবারও সীমানা পূর্ণ নির্ধারন করে, যার ফলে সম্পূর্ণ বালাগঞ্জ উপজেলাকে সিলেট-৩ আসনের আওতাভুক্ত করা হয়।

নির্বাচিত সাংসদ[সম্পাদনা]

নির্বাচন সদস্য দল
১৯৭৩ আব্দুর রইছ বাংলাদেশ আওয়ামী লীগ[৪]
১৯৭৯ দেওয়ান সামসুল আবেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল[৫]
সীমানা পরিবর্তন
১৯৮৬ মোহাম্মদ হাবিবুর রহমান ১৫ দলীয় জোট[৬]
১৯৮৮ আবদুল মুকিত খান জাতীয় পার্টি[৭]
১৯৯১
ফেব্রুয়ারি ১৯৯৬ শফি আহমেদ চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ আবদুল মুকিত খান জাতীয় পার্টি
২০০১ শফি আহমেদ চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ মাহমুদ উস সামাদ চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪
সীমানা পরিবর্তন
২০১৮ মাহমুদ উস সামাদ চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
সেপ্টে: ২০২১ উপ-নির্বাচন হাবিবুর রহমান হাবিব বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন[সম্পাদনা]

২০১০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মাহমুদ উস সামাদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৮]

২০০০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

সাধারণ নির্বাচন ২০০৮: সিলেট-৩[৯][১০]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মাহমুদ উস সামাদ চৌধুরী ৯৭,৫৯৩ ৫৩.৫ +১৬.১
বিএনপি শফি আহমেদ চৌধুরী ৫৪,৯৫৫ ৩০.১ -১৭.১
জাতীয় পার্টি আতিকুর রহমান আতিক ১৭,৬৭৪ ৯.৭ প্র/না
স্বতন্ত্র আব্দুল কাইয়ুম চৌধুরী ১২,০৪২ ৬.৬ প্র/না
জাসদ সৈয়দ হাবিবুর রহমান হিরন ২১২ ০.১ -০.১
সংখ্যাগরিষ্ঠতা ৪২,৬৩৮ ২৩.৪ +১৩.৬
ভোটার উপস্থিতি ১,৮২,৪৭৬ ৮৫.২ +১২.১
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: সিলেট-৩[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি শফি আহমেদ চৌধুরী ৫৫,৯৯৪ ৪৭.২ +১৮.৯
আওয়ামী লীগ মাহমুদ উস সামাদ চৌধুরী ৪৪,৩৪২ ৩৭.৪ +৮.৬
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট আবদুল মুকিত খান ১৫,৪০২ ১৩.০ প্র/না
গণতান্ত্রিক পার্টি সুবল চন্দ্র পাল ১,৪০০ ১.২ প্র/না
স্বতন্ত্র মোস্তফা আল্লামা ৩৬২ ০.৩ প্র/না
কেএসজেএল মো. বাদশা মিয়া ৩৪৫ ০.৩ প্র/না
স্বতন্ত্র আলাউদ্দিন আহমেদ ২৯৮ ০.৩ প্র/না
জাসদ সিদ্দিকুর রহমান ২৪২ ০.২ প্র/না
স্বতন্ত্র মো. মাহবুবুর রহমান ১২৪ ০.১ প্র/না
স্বতন্ত্র মো. রাশেদুল হোসেন ৮৪ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১১,৬৫২ ৯.৮ +৯.৩
ভোটার উপস্থিতি ১,১৮,৫৯৩ ৭৩.১ +৩.১
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: সিলেট-৩[১১]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি আবদুল মুকিত খান ২৬,৬৫৯ ২৯.৩ -৯.১
আওয়ামী লীগ মাহমুদ উস সামাদ চৌধুরী ২৬,১৬৮ ২৮.৮ +৬.৯
বিএনপি শফি আহমেদ চৌধুরী ২৫,৯৫৪ ২৮.৬ +৮.৫
জামায়াতে ইসলামী আব্দুল বাসিত ৬,৭৫৫ ৭.৪ -২.১
সম্মিলিত সংগ্রাম পরিষদ মো. রফিকুল ইসলাম খান ২,৬৯৩ ৩.০ প্র/না
ইসলামী ঐক্য জোট আলাউদ্দিন আহমেদ ৭৯০ ০.৯ প্র/না
জাকের পার্টি আজমত হোসেন ৭৬২ ০.৮ প্র/না
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জাকারিয়া মাসুক ৪১৪ ০.৫ প্র/না
ওয়ার্কার্স পার্টি শফিক আহমেদ ৩২৫ ০.৪ প্র/না
ফ্রিডম পার্টি ফয়জুল আলম বাবুল ১৪০ ০.২ প্র/না
জাসদ (রব) এম. এ. কাইয়ুম চৌধুরী ১৩৮ ০.২ -০.৬
বিকেএ ইদ্রিস আহমেদ জাকারিয়া ৮১ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪৯১ ০.৫ -১৬.০
ভোটার উপস্থিতি ৯০,৮৭৯ ৭০.০ +১৮.৩
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: সিলেট-৩[১১]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি আবদুল মুকিত খান ৩৩,৪১৬ ৩৮.৪
আওয়ামী লীগ আতিকুর রহমান আতিক ১৯,০৫৭ ২১.৯
বিএনপি শফি আহমেদ চৌধুরী ১৭,৪৭০ ২০.১
জামায়াতে ইসলামী আব্দুল বাসিত ৮,২৯৬ ৯.৫
স্বতন্ত্র মাহমুদ উস সামাদ চৌধুরী ৭,০৯৫ ৮.১
জাতীয় জনতা পার্টি (হাফিজুর) আবুল কালাম আজাদ ৭২১ ০.৮
জাসদ সাইফুর রাজ্জাক ৫৩২ ০.৬
জাসদ (রব) মো. আবদুন নুর ৪৮৯ ০.৬
সংখ্যাগরিষ্ঠতা ১৪,৩৫৯ ১৬.৫
ভোটার উপস্থিতি ৮৭,০৭৬ ৫১.৭
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সিলেট-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "সীমানা পুনঃনির্ধারনের গেজেট" (পিডিএফ)ecs.gov.bd। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৮ 
  4. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  5. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  8. "মাহমুদ-উস-সামাদের বিকল্প নেই এবারও"দৈনিক সমকাল। সিলেট। ১ নভেম্বর ২০১৮। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮ 
  9. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  10. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]