সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর
সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর (SSRI) হচ্ছে বহুল ব্যবহৃত এন্টিডিপ্রেসান্ট ড্রাগের একটি শ্রেণী যেটি মূলত বিষণ্ণতা ও উদ্বেগ কমানোর জন্য ব্যবহৃত হয়। [১]
চিকিৎসাক্ষেত্রে SSRI-সমুহের ব্যবহার[সম্পাদনা]
SSRI-সমুহ বিষণ্ণতা ও অন্যান্য মানসিক রোগের চিকিৎসার প্রথম স্তরে কার্যকর, নিরাপদ ও সহনযোগ্য হওয়ায় বহুল ব্যবহৃত হয়। সাধারণত নিম্নে উল্লিখিত রোগের প্রাসঙ্গে SSRI বিহিত করা হয়ে থাকেঃ
- গুরুতর বিষাদজনিত ব্যাধি (Major Depressive Disorder)
- সাধারণ, সামাজিক ও আতঙ্কগত উদ্বেগমূলক ব্যাধি (Generalized and Social Anxiety Disorder, Panic Disorder)
- বুলিমিয়া নার্ভোসা (Bulimia Nervosa )
- দ্বিপ্রান্তিক ব্যাধি (Bipolar Disorder)
- আবেশিক অনুকর্ষী ব্যাধি (Obsessive-Compulsive Disorder)
- দুর্ঘটনা পরবর্তী মানসিক বৈকল্য (Post-Traumatic Stress Disorder)
SSRI শ্রেণীর ঔষধের ব্যবহার উভয় শিশু ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গৃহিত।[২]
উল্লেখ্য যে অন্যান্য রোগের প্রাসঙ্গে SSRI-সমুহ বিহিত করা হলেও বিশেষভাবে বিষণ্ণতার (Depression) চিকিৎসার জন্য এই ঔষধকে বিশেষ চোখ দেওয়া হয়। এই ঔষধকতক মাঝারি থেকে তীব্র বিষণ্ণতার (Depression) লক্ষণসমুহ প্রশমন করতে সর্বাধিক কার্যকর। [১]
পার্শ্বপ্রতিক্রিয়া[সম্পাদনা]
- উত্তেজিত, নড়বড়ে বা উদ্বিগ্ন বোধ করা।
- অসুস্থ অনুভব করা
- বদহজম হওয়া।
- ডাইরিয়া বা কোষ্ঠকাঠিন্য।
- ক্ষুধা হ্রাস এবং ওজন হ্রাস।
- মাথা ঘোরা
- চোখে ঝাপসা দেখা
- মুখ শুষ্ক হওয়া[১]
কর্ম প্রক্রিয়া[সম্পাদনা]
SSRI মূলত প্রিসাইনাপটিক নিউরনে সেরোটোনিন ট্রান্সপোর্টার দ্বারা সেরোটোনিনের পুনঃশোষণে বাধা প্রদান করে। যার কারণে পোস্টসাইনাপটিক নিউরনে সেরোটোনিনের পরিমাণ বেঁড়ে যায়। এসএসআরআই মূলত আমাদের ব্রেইনে সেরোটোনিনের পরিমাণ বাড়ানোর মাধ্যমে বিষণ্ণতাকে কমায়।[১]
নির্দিষ্ট SSRI যৌগসমুহ[সম্পাদনা]
সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটার্স (SSRI) অন্তর্নিহিতভাবে আণবিক যৌগ নয়, কিন্তু একধরণের যৌগের শ্রেণী। এই শ্রেণীতে অন্তর্ভুক্ত কয়েকটি নির্দিষ্ট যৌগ যা বর্তমানে চিকিৎসা ব্যবস্থায় প্রায় সর্বব্যাপীভাবে ব্যবহৃত তার মধ্যে উল্ল্যেখযোগ্যঃ[৩]
- সাইটালোপ্রাম (Citalopram )
- এস-সাইটালোপ্রাম (Escitalopram )
- ফ্লুওক্সেটিন (Fluoxetine )
- ফ্লুভোক্সো-আমাইন (Fluvoxamine )
- পারোক্সে-টিন (Paroxetine )
- সেট্রালিন (Sertraline )
- ভিলাযোডোন (Vilazodone )
উৎস[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ Care, United We (২০২২-১২-০৮)। "এসএসআরআই, এসএনআরআই এবং এসএসআরআই: এই অ্যান্টিডিপ্রেসেন্টসগুলির কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া"। United We Care | A Super App for Mental Wellness। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৪।
- ↑ সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটার্স। StatPearls। Treasure Island (FL): StatPearls Publishing। ২০২৩-০২-১২। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৭।
- ↑ Research, Center for Drug Evaluation and (২০১৮-১১-০৩)। "Selective Serotonin Reuptake Inhibitors (SSRIs) Information"। FDA (ইংরেজি ভাষায়)।