বিষয়বস্তুতে চলুন

সিলভেস্টার পদক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিলভেস্টার পদক
জেমস জোসেফ সিলভেস্টার (এফআরএস), যার নামে এই পদকের নামকরণ করা হয়েছে
প্রদানের কারণগণিতশাস্ত্রের অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ গণিতবিদদেরকে প্রদান করা হয়
দেশপরিবর্তনশীল
পুরস্কারদাতা রয়েল সোসাইটি
পুরস্কার£১,০০০ ও একটি ব্রোঞ্জের তৈরি পদক
প্রথম পুরস্কৃতঅঁরি পোয়াঁকারে, ১৯০১ সালে
সর্বশেষ পুরস্কৃতমাইলস রিড , ২০২৩ সালে
ওয়েবসাইটwww.royalsociety.org

সিলভেস্টার পদক হল একটি ব্রোঞ্জ পদক যা রয়েল সোসাইটি (লন্ডন) গাণিতিক গবেষণাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রদান করে। পুরস্কার হিসেবে পদক দেওয়ার পাশাপাশি £১,০০০-ও দেওয়া হয়। ১৮৮০-এর দশকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যামিতির স্যাভিলিয়ান অধ্যাপক ও রয়েল সোসাইটির প্রাক্তন ফেলো জেমস জোসেফ সিলভেস্টারের (এফআরএস) সম্মানে এই পদকের নামকরণ করা হয়।[] ১৯০১ সালে এই পদকটি প্রথম প্রদান করা হয়। ১৮৯৭ সালে জেমস জোসেফ সিলভেস্টারেরের মৃত্যুর পর তার বন্ধুরা (প্রাথমিকভাবে রাফেল মেলডোলা ) এই পদকটি দেওয়ার পরামর্শ দেন। শুরুর দিকে প্রতি তিন বছর পর প্রায় £৯০০-সহ এই পদকটি প্রদান করা হত। ২০০৯ সালে রয়েল সোসাইটি ঘোষণা করে ২০০৯ সাল থেকে শুরু করে এটি প্রতি দুই বছর পর পর পদকটি প্রদান হবে। প্রতিবছর পদক বিজয়ী সোসাইটির এ-সাইড এওয়ার্ডস কমিটি দ্বারা নির্বাচিত হয়।

২০২১ সাল পর্যন্ত ৪৫ জন ব্যক্তিকে এই পদক দেওয়া হয়েছে, যার মধ্যে ১০ জন ছাড়া বাকি সবাই যুক্তরাজ্যের নাগরিক ছিলেন। দুইজন ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেওয়া হয়েছে এবং বাকি পদকগুলি নিউজিল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া, ইতালি, সুইডেন এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকরা পেয়েছেন। ২০২১ সালের হিসাবে এই পর্যন্ত মোট তিনজন মহিলা এই পদক পেয়েছেন। ১৯৬৪ সালে মেরি কার্টরাইট, ২০১৮ সালে ডুসা ম্যাকডাফ এবং ২০২১ সালে ফ্রান্সিস কিরওয়ান।

পদক বিজেতাদের তালিকা

[সম্পাদনা]
বছর নাম জাতীয়তা
১৯০১ অঁরি পোয়াঁকারে ফরাসি
১৯০৪ গেয়র্গ কান্টর জার্মান
১৯০৭ ভিলহেম ভিরটিঙ্গার অস্ট্রীয়
১৯১০ হেনরি ফ্রেডরিক বেকার ব্রিটিশ
১৯১৩ জেমস হুইটব্রেড লি গ্লেশার
১৯১৬ জঁ গ্যাস্তুন দাহবো ফরাসি
১৯১৯ পার্সি আলেকজান্ডার ম্যাকমোহন ব্রিটিশ
১৯২২ তুলিও লেভি-চিভিতা ইতালীয়
১৯২৫ আলফ্রেড নর্থ হোয়াইটহেড ব্রিটিশ
১৯২৮ উইলিয়াম হেনরি ইয়াং
১৯৩১ এডমন্ড টেইলর হুইটেকার
১৯৩৪ বারট্রান্ড রাসেল
১৯৩৭ অগাস্টাস এডওয়ার্ড হাফ লাভ
১৯৪০ গডফ্রি হ্যারল্ড হার্ডি
১৯৪৩ জন এডেনসর লিটলউড
১৯৪৬ জর্জ নেভিল ওয়াটসন
১৯৪৯ লুই জোয়েল মর্ডেল
১৯৫২ আব্রাম সামোলোভিচ বেসিকোভিচ রুশ
১৯৫৫ এডওয়ার্ড চার্লস টিচমার্শ ব্রিটিশ
১৯৫৮ ম্যাক্স নিউম্যান
১৯৬১ ফিলিপ হল
১৯৬৪ মেরি কার্টরাইট
১৯৬৭ হ্যারল্ড ডেভেনপোর্ট
১৯৭০ জর্জ ফ্রেডরিক জেমস টেম্পল
১৯৭৩ জন উইলিয়াম স্কট ক্যাসেলস
১৯৭৬ ডেভিড জর্জ কেন্ডাল
১৯৭৯ গ্রাহাম হিগম্যান
১৯৮২ জন ফ্রাঙ্ক অ্যাডামস
১৯৮৫ জন গ্রিগস থম্পসন মার্কিন
১৯৮৮ সিটিসি ওয়াল ব্রিটিশ
১৯৯১ ক্লাউস ফ্রেডরিখ রথ
১৯৯৪ পিটার হুইটল (গণিতবিদ) নিউজিল্যান্ডীয়
১৯৯৭ হ্যারল্ড স্কট ম্যাকডোনাল্ড কক্সেটার ব্রিটিশ/কানাডীয়
২০০০ নাইজেল জেমস হিচিন ব্রিটিশ
২০০৩ লেনার্ট কার্লেসন সুইডিশ
২০০৬ পিটার সুইনারটন-ডায়ার ব্রিটিশ
২০০৯ জন এম. বল
২০১০ গ্রায়েম সেগাল
২০১২ জন ফ্রান্সিস টোল্যান্ড ব্রিটিশ /আইরিশ
২০১৪ বেন গ্রিন ব্রিটিশ
২০১৬ টিমোথি গাওয়ার্স
২০১৮ ডুসা ম্যাকডাফ
২০১৯ পিটার সারনাক মার্কিন/দক্ষিণ আফ্রিকান
২০২০ ব্রায়ান জন বার্চ ব্রিটিশ
২০২১ ফ্রান্সিস কিরওয়ান
২০২২ রজার হিথ-ব্রাউন
২০২৩ মাইলস রিড

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Welcome to the Royal Society | Royal Society"royalsociety.org। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১২