সিরিঞ্জ
সিরিঞ্জ একটি ডাক্তারি যন্ত্র যার মাধ্যমে কোন জীবের শরীরে কোন তরল পদার্থ প্রবেশ (ইনজেকশন) করানো হয়, অথবা দেহ হতে কোন নমুনা সংগ্রহ করা হয়। এর ডগায় সূচ পরানোর মুখ থাকে। এবং পিছন থেকে তরল পদার্থকে চালনা করার জন্য যে সচল হাতল থাকে তার নাম পিস্টন।
একবার একটি সিরিঞ্জ ব্যবহারের পর সেটি দ্বিতীয় বার ব্যবহার করা হয়না। কারণ এতে রক্তবাহী জীবাণু থাকতে পারে যা মানব অথবা জীবদেহের ক্ষতি করতেও পারে। এ ধরণের একবার ব্যবহারযোগ্য সিরিঞ্জকে "অটো ডিসপোজেবল সিরিঞ্জ" বলে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |