সিরাজাম মুনীরা
| লেখক | ফররুখ আহমদ |
|---|---|
| মূল শিরোনাম | সিরাজাম মুনীরা |
| প্রকাশনার স্থান | বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) |
| ভাষা | বাংলা |
| ধরন | ইসলামী কাব্য |
| প্রকাশক | স্টুডেন্ট ওয়েজ |
প্রকাশনার তারিখ | ১৯৫২ |
| মিডিয়া ধরন | মুদ্রিত |
| পৃষ্ঠাসংখ্যা | ৭২ |
| আইএসবিএন | ৯৭৮৯৮৪৯৪২৫৪৬৮ {{ISBNT}} এ প্যারামিটার ত্রুটি: চেকসাম |
সিরাজাম মুনীরা হল ফররুখ আহমদ রচিত একটি বিশিষ্ট ইসলামি কাব্যগ্রন্থ, যা ১৯৫২ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়।[১] এটি বাংলা সাহিত্যে ইসলামী ভাবধারার কবিতার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হয়।[২] গ্রন্থটিতে ইসলামের নবী হযরত মুহাম্মদের জীবন, আদর্শ এবং তাঁর ঐশী নেতৃত্বের আলোকে মুসলিম জাতির পুনর্জাগরণের আহ্বান তুলে ধরা হয়েছে।[৩]
বিষয়বস্তু
[সম্পাদনা]এই কাব্যে নবী করিমের প্রতি অকৃত্রিম ভালোবাসা, তাঁর প্রেরণাদায়ক জীবনচরিত, এবং ইসলামের মৌল আদর্শ ও আধ্যাত্মিক সৌন্দর্য কাব্যিক ভাষায় বর্ণিত হয়েছে। কবি মুসলিম সমাজের চারিত্রিক অধঃপতন এবং আত্মিক অবক্ষয়ের প্রেক্ষাপটে নববী আদর্শে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।[৪] ফররুখ আহমদের কবিতার স্বাভাবিক রীতির অনুরূপ এ কাব্যেও গম্ভীর ভাবগাম্ভীর্যপূর্ণ ছন্দ ও অলঙ্কারের সমৃদ্ধ ব্যবহার দেখা যায়। কাব্যটি ইসলামি ভাবধারার পাশাপাশি জাতীয়তাবোধ, নৈতিকতা ও আত্মসচেতনতার বাণীতে পরিপূর্ণ।[৫]
প্রভাব
[সম্পাদনা]সিরাজাম মুনীরা কাব্যগ্রন্থটি ইসলামী সাহিত্যরসিকদের মাঝে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। বাংলা ভাষায় ইসলামি ভাবধারার কবিতার বিকাশে এটি এক মাইলফলক রচনা হিসেবে বিবেচিত। ফররুখ আহমদের কবি-প্রতিভা এই কাব্যে পরিপূর্ণভাবে বিকশিত হয়েছে বলে সমালোচকরা মনে করেন।
গ্রন্থটির আলোচনা
[সম্পাদনা]ফররুখ আহমদ বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি, যিনি ইসলামী পুনর্জাগরণ ও জাতীয়তাবাদী চেতনার সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁকে "ইসলামী রেনেসাঁর কবি" বলা হয়। সিরাজাম মুনীরা কাব্যটি নিয়ে বহু গবেষণা ও সাহিত্য আলোচনা প্রকাশিত হয়েছে। ইসলামী সাহিত্য এবং বাংলা ইসলামি কাব্যধারার ইতিহাসে এ কাব্যগ্রন্থ একটি অনন্য স্থান অধিকার করে আছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ আলম, মাহবুবুল (১৯৮৫)। ফররুখ আহমদের কাব্যে ইসলামী ভাবধারা। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পৃ. ১০–২০।
- ↑ Mukhopādhyāẏa, Sunīlakumāra (১৯৬৯)। Kabi Phararukha Āhamada। the University of Michigan: Naoroja Kitābistāna। পৃ. ১০৯–১৩৮।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (১৪ অক্টোবর ২০১৬)। "ফররুখ আহমদের সিরাজাম মুনীরা কাব্য আলোচনা"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৫।
- ↑ Habibullah, মোহাম্মদ হাবিবুল্লাহ্/ Mohammad। পাক্ষিক আহ্মদী - নব পর্যায় ৪২ বর্ষ | ২৩ ও ২৪তম সংখ্যা । ১৫ই ও ৩০শে এপ্রিল ১৯৮৯ইং | The Fortnightly Ahmadi - New Vol: 42 Issue: 23 & 24 Date: 15th & 30th April 1989। Ahmadiyya Muslim Jama'at, Bangladesh.। পৃ. ১।
- ↑ "সিরাজাম মুনিরা"। www.kitabghor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- কিতাবঘর ওয়েবসাইটে সিরাজাম মুনীরা
- বাংলা কবিতা.কম ওয়েবসাইটে সিরাজাম মুনীরা