বিষয়বস্তুতে চলুন

সিরাজাম মুনীরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিরাজাম মুনীরা
লেখকফররুখ আহমদ
মূল শিরোনামসিরাজাম মুনীরা
প্রকাশনার স্থানবাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান)
ভাষাবাংলা
ধরনইসলামী কাব্য
প্রকাশকস্টুডেন্ট ওয়েজ
প্রকাশনার তারিখ
১৯৫২
মিডিয়া ধরনমুদ্রিত
পৃষ্ঠাসংখ্যা৭২
আইএসবিএন ৯৭৮৯৮৪৯৪২৫৪৬৮ {{ISBNT}} এ প্যারামিটার ত্রুটি: চেকসাম

সিরাজাম মুনীরা হল ফররুখ আহমদ রচিত একটি বিশিষ্ট ইসলামি কাব্যগ্রন্থ, যা ১৯৫২ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়।[] এটি বাংলা সাহিত্যে ইসলামী ভাবধারার কবিতার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হয়।[] গ্রন্থটিতে ইসলামের নবী হযরত মুহাম্মদের জীবন, আদর্শ এবং তাঁর ঐশী নেতৃত্বের আলোকে মুসলিম জাতির পুনর্জাগরণের আহ্বান তুলে ধরা হয়েছে।[]

বিষয়বস্তু

[সম্পাদনা]

এই কাব্যে নবী করিমের প্রতি অকৃত্রিম ভালোবাসা, তাঁর প্রেরণাদায়ক জীবনচরিত, এবং ইসলামের মৌল আদর্শ ও আধ্যাত্মিক সৌন্দর্য কাব্যিক ভাষায় বর্ণিত হয়েছে। কবি মুসলিম সমাজের চারিত্রিক অধঃপতন এবং আত্মিক অবক্ষয়ের প্রেক্ষাপটে নববী আদর্শে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।[] ফররুখ আহমদের কবিতার স্বাভাবিক রীতির অনুরূপ এ কাব্যেও গম্ভীর ভাবগাম্ভীর্যপূর্ণ ছন্দ ও অলঙ্কারের সমৃদ্ধ ব্যবহার দেখা যায়। কাব্যটি ইসলামি ভাবধারার পাশাপাশি জাতীয়তাবোধ, নৈতিকতা ও আত্মসচেতনতার বাণীতে পরিপূর্ণ।[]

প্রভাব

[সম্পাদনা]

সিরাজাম মুনীরা কাব্যগ্রন্থটি ইসলামী সাহিত্যরসিকদের মাঝে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। বাংলা ভাষায় ইসলামি ভাবধারার কবিতার বিকাশে এটি এক মাইলফলক রচনা হিসেবে বিবেচিত। ফররুখ আহমদের কবি-প্রতিভা এই কাব্যে পরিপূর্ণভাবে বিকশিত হয়েছে বলে সমালোচকরা মনে করেন।

গ্রন্থটির আলোচনা

[সম্পাদনা]

ফররুখ আহমদ বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি, যিনি ইসলামী পুনর্জাগরণ ও জাতীয়তাবাদী চেতনার সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁকে "ইসলামী রেনেসাঁর কবি" বলা হয়। সিরাজাম মুনীরা কাব্যটি নিয়ে বহু গবেষণা ও সাহিত্য আলোচনা প্রকাশিত হয়েছে। ইসলামী সাহিত্য এবং বাংলা ইসলামি কাব্যধারার ইতিহাসে এ কাব্যগ্রন্থ একটি অনন্য স্থান অধিকার করে আছে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. আলম, মাহবুবুল (১৯৮৫)। ফররুখ আহমদের কাব্যে ইসলামী ভাবধারা। ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পৃ. ১০–২০।
  2. Mukhopādhyāẏa, Sunīlakumāra (১৯৬৯)। Kabi Phararukha Āhamada। the University of Michigan: Naoroja Kitābistāna। পৃ. ১০৯–১৩৮।
  3. প্রতিবেদক, নিজস্ব (১৪ অক্টোবর ২০১৬)। "ফররুখ আহমদের সিরাজাম মুনীরা কাব্য আলোচনা"DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৫
  4. Habibullah, মোহাম্মদ হাবিবুল্লাহ্‌/ Mohammad। পাক্ষিক আহ্‌মদী - নব পর্যায় ৪২ বর্ষ | ২৩ ও ২৪তম সংখ্যা । ১৫ই ও ৩০শে এপ্রিল ১৯৮৯ইং | The Fortnightly Ahmadi - New Vol: 42 Issue: 23 & 24 Date: 15th & 30th April 1989। Ahmadiyya Muslim Jama'at, Bangladesh.। পৃ. ১।
  5. "সিরাজাম মুনিরা"www.kitabghor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]