সিরাজগঞ্জ-১

স্থানাঙ্ক: ২৪°৩৯′ উত্তর ৮৯°৩৮′ পূর্ব / ২৪.৬৫° উত্তর ৮৯.৬৪° পূর্ব / 24.65; 89.64
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিরাজগঞ্জ-১
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাসিরাজগঞ্জ জেলা
বিভাগরাজশাহী বিভাগ
মোট ভোটার
  • ৩,৯৪,৬৭৭ (ডিসেম্বর ২০২৩)[১]
  • পুরুষ ভোটার: ১,৯৫,১১৬
  • নারী ভোটার: ১,৯৯,৫৫৯
  • হিজড়া ভোটার: ২
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদতানভীর শাকিল জয়

সিরাজগঞ্জ-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৬২নং আসন।

সীমানা[সম্পাদনা]

সিরাজগঞ্জ-১ আসনটি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়ন, রতনকান্দি ইউনিয়ন, বাগবাটি ইউনিয়ন, ছোনগাছা ইউনিয়ন, বহুলী ইউনিয়ন নিয়ে গঠিত।[২]

নির্বাচিত সাংসদ[সম্পাদনা]

নির্বাচন সদস্য দল
১৯৮৬ মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামী লীগ[৩]
১৯৮৮ শফিকুল ইসলাম [৪]
১৯৯১ মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি ১৯৯৬ শূন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল
১৯৯৬ উপ-নির্বাচন মোহাম্মদ সেলিম বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামী লীগ
২০০৮ তানভীর শাকিল জয় বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ মোহাম্মদ নাসিম বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ বাংলাদেশ আওয়ামী লীগ
২০২০ উপ-নির্বাচন তানভীর শাকিল জয় বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ তানভীর শাকিল জয় বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন[সম্পাদনা]

২০১০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে মোহাম্মদ নাসিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]

২০০০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

সাধারণ নির্বাচন ২০০৮: সিরাজগঞ্জ-১[৬][৭]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ তানভীর শাকিল জয় ১,৭৭,৭৩২ ৮০.৭ +৯.০
বিএনপি আবদুল মজিদ মিনু ৪০,৮১৪ ১৮.৫ -৮.৪
কমিউনিস্ট পার্টি মোঃ আব্দুল বাকি ১,৮০৬ ০.৮ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,৩৬,৯১৮ ৬২.১ +১৭.২
ভোটার উপস্থিতি ২,২০,৩৫২ ৮৫.৬ +২০.৩
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: সিরাজগঞ্জ-১[৮]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোহাম্মদ নাসিম ১,০১,৯৮১ ৭১.৭ -২০.৫
বিএনপি আবদুল মজিদ মিনু ৩৮,২০২ ২৬.৯ +২০.৩
স্বতন্ত্র মোহাম্মদ সেলিম ১,২৫০ ০.৯ প্র/না
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ এ বারেক বকুল ৪৭১ ০.৩ প্র/না
স্বতন্ত্র ফিরোজ আহমেদ চৌধুরী ২৯৬ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৬৩,৭৭৯ ৪৪.৯ -৪০.৭
ভোটার উপস্থিতি ১,৪২,২০০ ৬৫.৩ +২১.৩
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন[সম্পাদনা]

১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে মোহাম্মদ নাসিম দুটি আসনে দাঁড়ান: সিরাজগঞ্জ-১ ও সিরাজগঞ্জ-২[৯] উভয় আসনে জয়লাভ করার পর, তিনি সিরাজগঞ্জ-২ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন ও অন্যটি ছেড়ে দেন। সেপ্টেম্বরের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ সেলিম নির্বাচিত হন।[১০]

সিরাজগঞ্জ-১ উপ-নির্বাচন, ১৯৯৬[১০]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোহাম্মদ সেলিম ৫৫,৪৮৮ ৯২.২ +২৪.২
বিএনপি মাহবুবুল ইসলাম তালুকদার ৩,৯৬৩ ৬.৬ -১৯.৫
জাতীয় পার্টি লুৎফর রহমান ৭২৮ ১.২ -২.৩
সংখ্যাগরিষ্ঠতা ৫১,৫২৫ ৮৫.৬ +৪৩.৭
ভোটার উপস্থিতি ৬০,১৭৯ ৪৪.০ -২৩.০
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: সিরাজগঞ্জ-১[৮]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোহাম্মদ নাসিম ৬২,৩৮৩ ৬৮.০ +৬.৭
বিএনপি আবদুল মজিদ মিনু ২৩,৯২৭ ২৬.১ -৭.৭
জাতীয় পার্টি তাতী তোজাম্মেল হক ৩,১৭৫ ৩.৫ প্র/না
জামায়াতে ইসলামী টি এম আহসান হাবীব ১,৮৬৯ ২.০ -২.৪
জাকের পার্টি মোঃ আব্দুর রাজ্জাক ৩৬৪ ০.৪ -০.২
জাতীয় জনতা পার্টি (আসাদ) এস এম ফরিদুল হক ৮৯ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৮,৪৫৬ ৪১.৯ +১৪.৪
ভোটার উপস্থিতি ৯১,৮০৭ ৬৭.০ +২৫.৮
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: সিরাজগঞ্জ-১[৮]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মোহাম্মদ নাসিম ৪৮,৩৩৮ ৬১.৩
বিএনপি আমির হোসেন ভুলু ২৬,৬১৮ ৩৩.৮
জামায়াতে ইসলামী কামরুজ্জামান ৩,৪৪৪ ৪.৪
জাকের পার্টি গোলাম আম্বিয়া তালুকদার ৪৫৩ ০.৬
সংখ্যাগরিষ্ঠতা ২১,৭২০ ২৭.৫
ভোটার উপস্থিতি ৭৮,৮৫৩ ৪১.২
থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সিরাজগঞ্জ-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  6. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  7. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  9. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "Statistical Report: 7th Jatiya Shangshad Election" [পরিসংখ্যানগত প্রতিবেদন: ৭ম জাতীয় সংসদ নির্বাচন] (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন (ইংরেজি ভাষায়)। পৃষ্ঠা ৩১৪। ২৩ মার্চ ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]