সিমরান পারিঞ্জা
অবয়ব
সিমরান পারিঞ্জা | |
---|---|
জন্ম | ২৮ সেপ্টেম্বর ১৯৯৬ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১৪–বর্তমান |
পরিচিতির কারণ | ভাগ্যলক্ষ্মী, কালা টিকা |
সিমরান পারিঞ্জা হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা, যিনি অ্যান্ডটিভিতে সম্প্রচারিত টেলিভিশন ধারাবাহিক ভাগ্যলক্ষ্মীতে ভূমির চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। তিনি জি টিভিতে সম্প্রচারিত কালা টিকায় পবিত্রা কৃষ্ণ সিনহার চরিত্রে অভিনয় করেছেন।[১] তিনি নিখিল সিদ্ধার্থের বিপরীতে কিররক পার্টিতে অভিনয়ের মাধ্যমে টলিউডে অভিষেক করেছেন, যেটি শরন কোপিশেঠি।[২][৩]
চলচ্চিত্র
[সম্পাদনা]সাল | চলচ্চিত্র | চরিত্র | ভাষা | পরিচালক | নোট | উল্লেখ |
---|---|---|---|---|---|---|
২০১৮ | কিররক পার্টি | মীরা | তেলুগু | শরন কোপিশেঠি | টলিউড অভিষেক | [২] |
টেলিভিশন
[সম্পাদনা]সাল | অনুষ্ঠান | চরিত্র | চ্যানেল | নোট |
---|---|---|---|---|
২০১৫ | তু মেরা হিরো | রজনী | স্টার প্লাস | পার্শ্ব চরিত্র |
২০১৫–১৬ | ভাগ্যলক্ষ্মী | ভূমি অংশুমান প্রজাপতি | অ্যান্ডটিভি | প্রধান চরিত্র |
২০১৫–১৭ | কালা টিকা | কালি ঝা / কালি যুগ চৌধুরী | জি টিভি |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "TV show Kaala Teeka fast forwards 14 years"। Deccan Chronicle। ১ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ ক খ "Nikhil's 'Kirrak Party' nears completion"। The Times of India।
- ↑ "Nikhil's Kirrak Party First Look Poster Talk"। The Hans India।