ক্লাব দেস্পোর্তিভো আভিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সিডি আভিস থেকে পুনর্নির্দেশিত)
দেসপোর্চিভো দাস আভিস
পূর্ণ নামক্লুবে দেসপোর্চিভো দাস আভিস
প্রতিষ্ঠিত১২ নভেম্বর ১৯৩০; ৯৩ বছর আগে (1930-11-12)
মাঠএস্তাদিও দো ক্লুবে দেসপোর্চিভো দাস আভিস
ধারণক্ষমতা৮,৫৬০
সভাপতিপর্তুগাল আর্মান্দো সিলভা
ম্যানেজারপর্তুগাল রাফায়েল মোতা
লিগপর্তুগাল চ্যাম্পিয়নশিপ (প্রত্যাহার)
২০১৯–২০১৮ (অবনমিত)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ক্লুবে দেসপোর্চিভো দাস আভিস (পর্তুগিজ উচ্চারণ: [ˈklub(ɨ) dɨʃpuɾˈtivu dɐʃ ˈavɨʃ], ইংরেজি: CD Aves; এছাড়াও দেসপোর্চিভো দাস আভিস অথবা শুধুমাত্র সিডি আভিস নামে পরিচিত) হচ্ছে সান্তা তিরসু ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের তৃতীয় স্তরের ফুটবল লীগ পর্তুগাল চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি ১৯৩০ সালের ১২ই নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। সিডি আভিস তাদের সকল হোম ম্যাচ সান্তা তিরসুর এস্তাদিও দো ক্লুবে দেসপোর্চিভো দাস আভিসে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৮,৫৬০।[১] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রাফায়েল মোতা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আর্মান্দো সিলভা। পর্তুগিজ রক্ষণভাগের খেলোয়াড় আফোনসো ফিগেইরেদো এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]

ঘরোয়া ফুটবলে, সিডি আভিস এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি তাসা দা পর্তুগাল, ১টি পর্তুগিজ দ্বিতীয় বিভাগ এবং ১টি পর্তুগিজ তৃতীয় বিভাগ শিরোপা রয়েছে।

অর্জন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Clube Desportivo das Aves"ForaDeJogo (Portuguese ভাষায়)। ২১ জুলাই ২০১২। ২৮ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১২ 
  2. "সিডি আভিস: বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:ক্লাব দেস্পোর্তিভো আভিস টেমপ্লেট:প্রিমেইরা লিগা