সিকিমের সাধারণ নির্বাচন, ১৯৭৪

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিকিমের সাধারণ নির্বাচন, ১৯৭৪

← ১৯৭৩ ১৩ এপ্রিল ১৯৭৪ ১৯৭৯ →

সিকিম রাজ্য পরিষদের ৩২টি আসন
সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৭টি আসন
  সংখ্যাগরিষ্ঠ দল বিরোধী দল
 
নেতা/নেত্রী কাজী লেন্দুপ দর্জি
দল এসএনসি এসএনপি
নেতার আসন তাশিদিং
গত নির্বাচন
আসন লাভ ৩১
আসন পরিবর্তন বৃদ্ধি ২৬ হ্রাস

নির্বাচিত মুখ্যমন্ত্রী

কাজী লেন্দুপ দর্জি
সিকিম জাতীয় কংগ্রেস

১৯৭৪ সালের ১৩ এপ্রিল সিকিমে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল সিকিমের সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত প্রথম এবং একটি স্বাধীন দেশ হিসেবে শেষ নির্বাচন।[১] ফলাফলটি সিকিম জাতীয় কংগ্রেসের জন্য একটি বিজয় ছিল, যারা রাজ্য পরিষদের ৩২টি আসনের মধ্যে ৩১টিতে জয়লাভ করেছে। কাজী লেন্দুপ দর্জি পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হন।[২] ১৯৭৫ সালের মে মাসে সিকিম ভারতের একটি রাজ্যে পরিণত হয়,[৩] এই সময়ে রাজ্য পরিষদ সিকিম বিধানসভায় পরিণত হয়।[৪]

পটভূমি[সম্পাদনা]

১৯৭৩ সালের নির্বাচনে সিকিম ন্যাশনাল পার্টি ২৪ আসন বিশিষ্ট সিকিম স্টেট কাউন্সিলের আঠারটি নির্বাচিত আসনের মধ্যে নয়টি আসনে জয়লাভ করে।[৫] সিকিম জাতীয় কংগ্রেস এবং সিকিম জনতা কংগ্রেস দাবি করেছে যে সেখানে ভোট কারচুপি হয়েছে, যার ফলে বিক্ষোভ হয়েছে। রাজনৈতিক দল ও জনগণ এক ব্যাক্তি, এক ভোট এর দাবী জানান। ১৯৭৩ সালের ৮ মে চোগিয়াল পাল্ডেন থন্ডুপ নামগিয়াল, রাজনৈতিক দলসমূহ এবং ভারত সরকারের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটি ভারত সরকার কর্তৃক মনোনীত একজন প্রধান নির্বাহীর তত্ত্বাবধানে একটি দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য প্রদান করে।[৬][৭]

নির্বাচনী ব্যবস্থা[সম্পাদনা]

সিকিম বিষয়ের প্রতিনিধিত্ব আইন, ১৯৭৪-এর মাধ্যমে চোগিয়াল সিকিমকে ৩১টি আঞ্চলিক নির্বাচনী এলাকায় এবং একটি সংঘ কেন্দ্রে বিভক্ত করেন। সমতা সূত্রের অধীনে ৩১টি আঞ্চলিক নির্বাচনী এলাকা ১৫টি নেপালিদের জন্য, ১৫টি ভুটিয়া-লেপচা এবং একটি তফসিলি জাতিদের জন্য বরাদ্দ করা হয়। সংঘ নির্বাচনী এলাকা চোগিয়াল-স্বীকৃত মঠগুলির প্রতিনিধিত্ব করে।[৮]

প্রচারণা[সম্পাদনা]

সিকিম জাতীয় কংগ্রেস সমস্ত ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে সিকিম ন্যাশনাল পার্টি পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। ভারতের নির্বাচন কমিশনের সমর্থনে নির্বাচনটি অনুষ্ঠিত হয়।[৯]

ফলাফল[সম্পাদনা]

দলআসন+/–
সিকিম জাতীয় কংগ্রেস৩১+২৬
সিকিম ন্যাশনাল পার্টি –৮
মোট৩২+৮
উৎস: সিকিম বিধানসভার ওয়েবসাইট[১০]

মন্ত্রিপরিষদ[সম্পাদনা]

চোগিয়াল ২৩ জুলাই তারিখে মন্ত্রিপরিষদ নিযুক্ত করেন।

নাম ভূমিকা
কাজী লেন্দুপ দর্জি মুখ্যমন্ত্রী
রিনজিং টংডেন লেপচা মন্ত্রী
ভবানী প্রসাদ দাহাট
দর্জি শেরিং ভুটিয়া
কৃষ্ণ চন্দ্র প্রধান

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Verdict in Sikkim"। ২৭ অক্টো ১৯৭৯: 1737–1738। জেস্টোর 4368050 
  2. Sikkim Legislative Assembly: An overview ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ সেপ্টেম্বর ২০১৪ তারিখে Sikkim Assembly
  3. Gupta, Ranjan (সেপ্টে ১৯৭৫)। "Sikkim: The Merger with India": 786–798। জেস্টোর 2643174ডিওআই:10.2307/2643174 
  4. "The Constitution (Thirty-sixth Amendment) Act, 1975"www.india.gov.in... the Assembly for Sikkim formed as a result of the elections held in Sikkim in April, 1974 ... shall be deemed to be the Legislative Assembly of the State of Sikkim 
  5. "AC Sinha" (পিডিএফ)। ২০১৪-০২-১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৯-১১ 
  6. "R.C. Poudyal and ANR. Vs. Union of India and ORS." (পিডিএফ)Supreme Court of India। ১০ ফেব্রুয়ারি ১৯৯৩। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২১It further recited that the Chogyal as well as the representative of the people had requested the Government of India to assume responsibility ... to provide the head of the administration described as Chief Executive to help and achieve the State’s objectives. ... The Chief Executive was to be nominated by the Government of India 
  7. "How Sikkim became a part of India"The Pioneer। ৪ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২১This agreement had significantly curtailed the powers of the Chogyal and laid the grounds for holding fresh elections in April 1974 under the aegis of the Election Commission of India (ECI) 
  8. Bareh, Hamlet (২০০১)। Encyclopaedia of North-East India: Sikkim। Mittal Publications। পৃষ্ঠা 44। আইএসবিএন 81-7099-794-1 
  9. Bareh, p. 18
  10. "Sikkim Legislative Assembly"। ২১ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২২১৯৭৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে সিকিম রাজ্য পরিষদের ৩২জন নির্বাচিত সদস্যকে সিকিমের প্রথম বিধানসভা বলে মনে করা হয় ... কাজী লেন্দুপ দর্জির নেতৃত্বে সিকিম জাতীয় কংগ্রেস ৩১টি আসন জিতেছে এবং একটি আসন সিকিম ন্যাশনাল পার্টির পক্ষে গেছে।