সাহেব বিবি গোলাম (উপন্যাস)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাহেব বিবি গোলাম
লেখকবিমল মিত্র
দেশভারত
ভাষাবাংলা
ধরনউপন্যাস

সাহেব বিবি গোলাম বিমল মিত্র (১৯১২ – ১৯৯১) রচিত একটি ১৯৫৩ সালের বাংলা উপন্যাস এবং উনিশ শতকের শেষ বছরে ভারতের কলকাতায় রচিত। [১]

উপন্যাসে দৃষ্টিনন্দন জীবনযাত্রার গল্প এবং একটি সামন্ত পরিবারের ক্ষয়ের গল্প রচিত হয়েছে। এটি পতেশ্বরী ওরফে ছোট বউ নামে এক মহিলা যিনি রোম্যান্স অনুভব করতে চান, সত্যিকারের স্ত্রী হতে চান, নিজের জন্য উদ্ভাবন করতে চান এবং একটি নতুন ধরনের বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বইটি কলকাতা, এখন কলকাতা এবং সেখানে বসবাসকারী সমস্ত মানুষের গল্পও বলেছে।

অভিযোজন[সম্পাদনা]

উপন্যাসটি ১৯৫৬ সালে সাহেব বিবি গোলাম বাংলা ছবিতে রূপান্তরিত হয়েছিল। ছবিটি সুমিত্রা দেবী, উত্তম কুমার এবং ছবি বিশ্বাস অভিনীত[২] ১৯৬২ সালে মীনা কুমারী, রেহমান এবং গুরু দত্ত অভিনীত হিন্দি সংস্করণ, সাহিব বিবি অউর গুলাম একটি দুর্দান্ত ছবিতে পরিণত হয়েছিল। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Das, Sisir Kumar (১৯৯১)। History of Indian Literature: 1911-1956, struggle for freedom : triumph and tragedy (ইংরেজি ভাষায়)। Sahitya Akademi। আইএসবিএন 9788172017989 
  2. "Saheb Bibi Golam (1956) - Cinestaan.com"Cinestaan। ২০১৮-০২-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৩ 
  3. "Sahib Bibi Aur Ghulam 1962"The Hindu। ৩০ আগস্ট ২০০৮। ২০ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৯