সার্হি সাম্পার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সার্হি সাম্পার
বার্সেলোনা হুভেনাইল দলের সাথে ২০১২ সালে সাম্পার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সার্হি সাম্পার মন্তানা
জন্ম (1995-01-20) ২০ জানুয়ারি ১৯৯৫ (বয়স ২৯)
জন্ম স্থান বার্সেলোনা, স্পেন
উচ্চতা ১.৮১ মি (৫ ফু ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান ডিফেন্সিভ মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান দল
বার্সেলোনা
জার্সি নম্বর ১৬
যুব পর্যায়
২০০১–২০১৩ বার্সেলোনা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৩–২০১৬ বার্সেলোনা বি ১০৩ (০)
২০১৪– বার্সেলোনা (০)
২০১৬–২০১৭গ্রানাদা (ধারে) ২২ (০)
২০১৭–২০১৮লাস পালমাস (ধারে) (০)
জাতীয় দল
২০১১ স্পেন অনূর্ধ্ব-১৬ (০)
২০১১–২০১২ স্পেন অনূর্ধ্ব-১৭ (২)
২০১৩ স্পেন অনূর্ধ্ব-১৮ (০)
২০১৩–২০১৪ স্পেন অনূর্ধ্ব-১৯ (১)
২০১৪–২০১৬ স্পেন অনূর্ধ্ব-২১ (০)
২০১৪–২০১৮ কাতালোনিয়া (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৩১ জানুয়ারি ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৮ ডিসেম্বর ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক।

সার্হি সাম্পার মন্তানা (জন্মঃ ২০ জানুয়ারি ১৯৯৫) একজন স্পেনীয় পেশাদার ফুটবলার যিনি লা লিগার দল ফুটবল ক্লাব বার্সেলোনার হয়ে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেন।

২০০১ সালে মাত্র ৬ বছর বয়সে সাম্পার এফসি বার্সেলোনার প্রশিক্ষণ কেন্দ্র লা মাসিয়ায় যোগ দেন। ২০০৩ সালে সাম্পারকে বার্সেলোনা বিতে অন্তর্ভুক্ত করা হয়। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েল এর বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লীগ এর ম্যাচে সাম্পারের বার্সেলোনা মূল দলে অভিষেক হয়। পরে ২০১৬-১৭ মৌসুমের জন্য সাম্পারকে গ্রানাদায় ধারে খেলতে পাঠানো হয়। ২০১৭-১৮ মৌসুমে আবারও সাম্পার ধারে খেলতে যান আরেক স্পেনীয় ক্লাব লাস পালমাসে। পরে ইঞ্জুরির কারনে তাকে বার্সেলোনায় ফেরত আনা হয়।

সাম্পার স্পেন অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

ক্লাব[সম্পাদনা]

২০ মে ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব মৌসুম লিগ কোপা দেল রে ইউরোপ অন্যান্য মোট
উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
বার্সেলোনা বি
২০১৩-১৪ ৪০ ৪০
২০১৪-১৫ ৩৪ ৩৪
২০১৫-১৬ ২৯ ২৯
মোট ১০৩ ১০৩
বার্সেলোনা ২০১৪-১৫
২০১৫-১৬
২০১৬-১৭
২০১৭-১৮
মোট ১২
গ্রানাদা (ধারে) ২০১৬-১৭ ২২ ২৩
লাস পালমাস (ধারে) ২০১৭-১৮
সর্বমোট ১২৮ ১০ ১৪৩

অর্জন[সম্পাদনা]

ক্লাব[সম্পাদনা]

বার্সেলোনা

তথ্যসূত্র[সম্পাদনা]