সুনির্দিষ্ট হামলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সার্জিক্যাল স্ট্রাইক থেকে পুনর্নির্দেশিত)

সুনির্দিষ্ট হামলা বা ইংরেজি পরিভাষায় সার্জিক্যাল স্ট্রাইক (Surgical strike) হল এক ধরনের যুদ্ধশৈলী যেখানে নির্দিষ্ট সামরিক শত্রু বা শত্রুপক্ষের নির্দিষ্ট স্থানকে লক্ষ্য করে নেওয়া হয় এবং সেই নির্দিষ্টকৃত শত্রু বা স্থানে সূক্ষ্মভাবে মোক্ষম আঘাত হানা হয় যাতে সেই লক্ষ্যের কাছে অন্য কোনো অসামরিক বস্তু বা নাগরিক এই আক্রমণের কবলে না পড়ে।[১]

বর্ণনা[সম্পাদনা]

সুনির্দিষ্ট হামলা সাধারণত অতর্কিতে, ঝটিকা গতিতে করা হয়। যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র অথবা উৎকৃষ্ট-প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক দ্বারা এই হামলা করা হয় যাতে দ্রুতগতিতে কাজ সমাধা হয়। এই ধরনের আক্রমণ আক্রমণকারীকে নিরীহ মানুষের ক্ষতি বা প্রাণহানি করার অপবাদ থেকে মুক্ত করে নৈতিকভাবে উচ্চ অবস্থানে থাকতে সহায়তা করে।

দৃষ্টান্ত[সম্পাদনা]

ইসরায়েল[সম্পাদনা]

১৯৮১ সালে ইসরায়েলের ইরাকি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উপর বোমাবর্ষণ এটির প্রকৃষ্ট উদাহরণ।[২] ১৯৭৬এ, উগান্ডাতে এদের একটি বিমান ছিনতাই করে ইসরায়েলি যাত্রীদের মুক্ত করাও এক সফল দৃষ্টান্ত।[৩][৪]

মার্কিন যুক্তরাষ্ট্র[সম্পাদনা]

মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার ক্রুজ মিসাইল ব্যবহার করেছে আফগানিস্তানে আল-কায়দা জঙ্গিগোষ্ঠির উপর। সুদানেও এই প্রযুক্তিসমূহ কার্যকরী হয়েছে।[৫]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Shultz, Jr., Richard H.; Pfaltzgraff, Robert L., সম্পাদকগণ (১৯৯২)। The Future of Air Power: In the Aftermath of the Gulf War। DIANE Publishing। আইএসবিএন 1-58566-046-9 
  2. Weeks, Albert L. (২৫ নভেম্বর ২০০৯), The Choice of War: The Iraq War and the Just War Tradition: The Iraq War and the Just War Tradition, ABC-CLIO, পৃষ্ঠা 54–, আইএসবিএন 978-0-313-08184-2 
  3. Sandler, Stanley (২০০২), Ground Warfare: An International Encyclopedia, ABC-CLIO, পৃষ্ঠা 264–265, আইএসবিএন 978-1-57607-344-5 
  4. Lalit Mansingh (১৯ জানুয়ারি ২০০৯), "Should India Carry Out Surgical Strikes In Pak?", Outlook, সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৬ 
  5. Cilluffo, Frank J.; Cardash, Sharon L.; Lederman, Gordon Nathaniel (২০০১), Combating Chemical, Biological, Radiological, and Nuclear Terrorism: A Comprehensive Strategy : a Report of the CSIS Homeland Defense Project, CSIS, পৃষ্ঠা 13–, আইএসবিএন 978-0-89206-389-5