বিষয়বস্তুতে চলুন

সের্হিও বাতিস্তা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সার্জিও বাতিস্তা থেকে পুনর্নির্দেশিত)
সার্হিও বাতিস্তা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সার্হিও দানিয়েল বাতিস্তা
জন্ম (1962-11-09) ৯ নভেম্বর ১৯৬২ (বয়স ৬১)
জন্ম স্থান বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৮১–১৯৮৮ আর্জেন্টিনোস জুনিয়র্স ২৫৩ (২৫)
১৯৮৮–১৯৯০ রিভার প্লেট ৫২ (২)
১৯৯১ আর্জেন্টিনোস জুনিয়র্স ১৯ (০)
১৯৯২–১৯৯৩ নুয়েভা শিকাগো (০)
১৯৯৫–১৯৯৬ তসু ফিউচার্স ৯৫ (৫)
১৯৯৭–১৯৯৯ অল বয়েজ ৬০ (১)
মোট ৪৮৪ (৩৩)
জাতীয় দল
১৯৮৫–১৯৯০ আর্জেন্টিনা ৩৯ (০)
পরিচালিত দল
২০০০ বেয়া ভিস্তা
২০০১–২০০৩ আর্জেন্টিনোস জুনিয়র্স
২০০৩ তায়েরেস
২০০৪ আর্জেন্টিনোস জুনিয়র্স
২০০৪–২০০৫ নুয়েভা শিকাগো
২০০৭ গদোয় ক্রুজ
২০০৭–২০১০ আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ / অলিম্পিক
২০১০–২০১১ আর্জেন্টিনা
২০১২–২০১৩ শাংহাই শেনহুয়া
অর্জন ও সম্মাননা
 আর্জেন্টিনা-এর প্রতিনিধিত্বকারী
পুরুষদের ফুটবল
স্বর্ণ পদক - প্রথম স্থান ২০০৮ বেইজিং দলীয় প্রতিযোগিতা
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

সার্হিও দানিয়েল "চেকো" বাতিস্তা (জন্ম ৯ নভেম্বর ১৯৬২) একজন আর্জেন্টিনীয় ফুটবল ম্যানেজার এবং প্রক্তন ফুটবলার। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলতেন এবং ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ৩৯টি খেলায় মাঠে নামেন।[] তিনি ২০১০ সালের জুলাই হতে ২০১১ সালের জুলাই পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "rsssf: Argentina record international footballers"RSSSF। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৩