বিষয়বস্তুতে চলুন

সারণগড় রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সারণগড় রাজ্য
सारंगढ़
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
৯১–১৯৪৮
পতাকা

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত সারণগড় রাজ্যের মানচিত্র
আয়তন 
• ১৯০১
১,৩৯৯ বর্গকিলোমিটার (৫৪০ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
৭৯,৯০০
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
৯১
১৯৪৮
উত্তরসূরী
ভারত

সারণগড় রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ রাজ্যটির শাসক ছিলেন রাজগোণ্ড বংশীয়।[] কাছিম ছিলো এই রাজ্যের রাজপ্রতীক৷

বর্তমান ছত্তিশগড় রাজ্যের রায়গড় জেলায় অবস্থিত সারণগড় শহরটি ছিলো এই রাজ্যের রাজধানী ও প্রশাসনিক দপ্তর৷ রাজধানী ব্যতীত রাজ্যটির কোনো শহর ছিলো না৷ ১৩৯৯ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত রাজ্যটির ১৯০১ খ্রিস্টাব্দের জনসংখ্যা ছিলো ৭৯,৯০০ জন৷

ইতিহাস

[সম্পাদনা]

জনশ্রুতি অনুসারে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে বর্তমান মহারাষ্ট্রের ভাণ্ডারা অঞ্চল থেকে গোণ্ড সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তি এখানে আসেন এবং রাজ্যপত্তন ঘটান৷ এটি প্রাথমিকভাবে রতনপুর সাম্রাজ্যর অন্তর্গত হলে পরবর্তীকালে এটি সম্বলপুর রাজ্যের আঠারোটি সামন্ত রাজ্যের একটি ছিলো৷[] ঐতিহাসিক তথ্য অনুসারে সারণগড় রাজ্যের রাজারা প্রায় সময় সম্বলপুরের রাজাদের থেকে বিভিন্নভাবে সুবিধাপ্রাপ্ত হতেন। এর বিপরীতে তারা সম্বলপুরের রাজাদের যেকোনো সামরিক অভিযানে সৈন্যবল বৃদ্ধি করে সাহায্য করতেন। []

১৮১৮ খ্রিস্টাব্দে সারণগড় ব্রিটিশ করদ রাজ্যে পরিণত হয়৷ ১৮৭৮ থেকে ১৮৮৯ খ্রিস্টাব্দের মধ্যে সরাসরি ব্রিটিশ ভারতের প্রশাসনিক অংশে পরিণত হয়৷ এই সময়ে তারা অর্থনৈতিক বিশৃঙ্খলা ও রাজা ভবানীপ্রতাপ সিংহের বাল্যকালের সুযোগ নিয়ে তারা সাময়িক এই রাজ্য একপ্রকার দখল করেন৷[] ছত্তিশগড় বিভাগের অন্তর্গত একটি ক্ষুদ্র দেশীয় রাজ্য এটি৷[]

১৯৪৮ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি তারিখে এটি ভারতীয় অধিরাজ্যে যোগদান করে৷

শাসকবর্গ

[সম্পাদনা]

সারণগড় দেশীয় রাজ্যে শাসকগণ রাজা উপাধিতে ভূষিত হতেন৷[]

  • .... – .... উদিভন (উদয়ভানু) সিংহ
  • .... – .... বীরভন (বীরভানু) সিংহ
  • .... – ১৭৩৬ উধোসাই সিংহ
  • ১৭৩৬ – ১৭৭৭ কল্যাণ সাই
  • ১৭৭৭ – ১৮০৮ বিশ্বনাথ সাই
  • ১৮০৮ – ১৮১৫ সুভদ্র সাই
  • ১৮২৭ – ৫ জানুয়ারি ১৮২৮ ভিখন সাই
  • ৫ জানুয়ারি ১৮২৮ – ১৮২৮ টিকন সাই
  • ১৮২৮ – মে ১৮২৯ গজরাজ সিংহ
  • মে ১৮২৯ – ১৮৭২ সংগ্রাম সিংহ
  • ১৮৭২ – সেপ্টেম্বর ১৮৮৯ ভবানীপ্রতাপ সিংহ
  • সেপ্টেম্বর ১৮৮৯ – ৫ আগস্ট ১৮৯০ লাল রঘুবীর সিংহ
  • ৫ আগস্ট ১৮৯০ – ১১ জানুয়ারি ১৯৪৬ বাহাদুর জওয়াহীর সিংহ
  • ১১ জানুয়ারি ১৯৪৬ – ১৫ আগস্ট ১৯৪৭ নরেশচন্দ্র সিংহ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Great Britain India Office. Imperial Gazetteer of India, Volume 21. 1909
  2. "Sarangarh Princely State"। ১ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২০ 
  3. Princely States of India
  4. চিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। "Chhattisgarh"। ব্রিটিশ বিশ্বকোষ6 (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 116। 
  5. Rajput Provinces of India – Sarangarh (Princely State)