বিষয়বস্তুতে চলুন

সায়েদুর রহমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ডা.
সায়েদুর রহমান
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১১ নভেম্বর ২০২৪
প্রধান উপদেষ্টামুহাম্মদ ইউনূস
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
কাজের মেয়াদ
২৭ আগস্ট ২০২৪ – ১০ নভেম্বর ২০২৪
পূর্বসূরীদীন মো. নুরুল হক
উত্তরসূরীমোহাম্মদ শাহিনুল আলম (অস্থায়ী উপাচার্য)
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীনটর ডেম কলেজ
চট্টগ্রাম মেডিকেল কলেজ
পেশাচিকিৎসক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

সায়েদুর রহমান একজন বাংলাদেশী চিকিৎসক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য।[] এছাড়া, তিনি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।[]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

তিনি ১৯৭৮ সালে নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট পোস্ট গ্র্যাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ থেকে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

সায়েদুর রহমান স্যার সলিমু্ল্লাহ মেডিকেল কলেজে শিক্ষকতা করেছেন। পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। তিনি বিএসএমএমইউ-এর রেজিস্ট্রার, ইনফরমেশন টেকনোলজি বিভাগের পরিচালক এবং ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[] তিনি ২০২৪ সালের ২৭ আগস্ট থেকে ১০ নভেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[][] একই বছর ১০ নভেম্বর তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বিএসএমএমইউয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডা. সায়েদুর রহমান"জাগোনিউজ২৪.কম। ২৭ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২৪ 
  2. "প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিন বিশেষ সহকারী নিয়োগ"প্রথম আলো। ১১ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৪ 
  3. "বঙ্গবন্ধু মেডিকেলের নতুন উপাচার্য সায়েদুর রহমান"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৭ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪ 
  4. "বিএসএমএমইউর নতুন উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান"আরটিভি নিউজ। ২৭ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২৪ 
  5. "সম্মানিত সাবেক উপাচার্যবৃন্দের তালিকা"বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০২৪ 
  6. "প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন তিনজন"ইত্তেফাক। ১১ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৪