সামুদ্রিক মৎস্য দপ্তর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সামুদ্রিক মৎস্য দপ্তর
গঠিত১৯৫২; ৭২ বছর আগে (1952)
ধরনসরকারি
সদরদপ্তরআগ্রাবাদ, চট্টগ্রাম
যে অঞ্চলে
বাংলাদেশ
পরিষেবামৎস্য সংক্রান্ত
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
উপ-পরিচালক
ড. মোঃ খালেদ কনক
প্রধান প্রতিষ্ঠান
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
অনুমোদনমৎস্য অধিদপ্তর
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

সামুদ্রিক মৎস্য দপ্তর বা মেরিন ফিসারিজ অফিস মৎস্য অধিদপ্তরের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান। মূলত বঙ্গোপসাগর এলাকায় মৎস্য সম্পদ সংরক্ষণ, ব্যবস্থাপনা, নীতিমালা বাস্তবায়ন, সংরক্ষণের কাজ করে থাকে এই সংস্থা।[১]

ইতিহাস[সম্পাদনা]

দেশভাগের পর ১৯৫২ সালে পাকিস্তান সরকার করাচিতে কেন্দ্রীয় মৎস্য বিভাগ প্রতিষ্ঠা করে। এর অধীনে একটি দপ্তর ছিলো পূর্ব পাকিস্তানের চট্টগ্রামে। তবে বঙ্গোপসাগরের নিকটবর্তী হওয়ায় পাকিস্তান সরকার কেন্দ্রীয় মৎস্য বিভাগের সদর দপ্তর চট্টগ্রামে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে। মুক্তিযুদ্ধের সময়ে তা বাস্তবায়ন হয়নি। স্বাধীনতার পর ১৯৭৫ সালে সামুদ্রিক মৎস্য বিভাগকে মৎস্য অধিদপ্তর-এর সাথে একীভূত করা হয়। কিছুকাল পরেই ১৯৭৭ সালে এ বিভাগকে বাণিজ্য মন্ত্রণালয়-এর অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত গৃহিত হয়। তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসে সরকার ’৭৭ এর শেষদিকে এসে এ বিভাগকে তৎকালীন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়এর অধীনে ন্যস্ত করে। পরবর্তীতে ১৯৮৪ সালে একে মৎস্য অধিদপ্তরের অধীনে আনা হয়। বর্তমানে এ দপ্তরটি সামুদ্রিক মৎস্য সম্পদ অধ্যাদেশ, ১৯৮৩ অনুযায়ী পরিচালিত হচ্ছে; যা রহিত করে সরকার সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ প্রণয়ন করেছে।[২][৩][৪][১]

গঠন[সম্পাদনা]

ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনার জন্য ১৭ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়। তাঁরা হলেন:[৫]

  • উপ-পরিচালক: ১ জন
  • সহকারী পরিচালক: ২ জন
  • পরিসংখ্যান কর্মকর্তা: ১ জন
  • পরিদর্শক: ১২ জন
  • প্রশাসনিক কর্মকর্তা: ১ জন

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পরিক্রমা, সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিট" (পিডিএফ)marine.fisheries.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  2. "সামুদ্রিক মৎস্য সম্পদ অধ্যাদেশ, ১৯৮৪ (রহিত)"minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  3. "সামুদ্রিক মৎস্য আইন, ২০২০"minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  4. "অগ্রগতি প্রতিবেদন, সামুদ্রিক মৎস্য দপ্তর" (পিডিএফ)marine.fisheries.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২ 
  5. "পরিচালনা পর্ষদ, সামুদ্রিক মৎস্য দপ্তর"marine.fisheries.gov.bd। ২০২২-১২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২