সাব্বির ইউনুসোভিচ ইউনুসোভ
অবয়ব
সাব্বির ইউনুসোভিচ ইউনুসোভ (রুশ: Сабир Юнусович Юнусов) (মার্চ ১৮,১৯০৯, তাসখন্দ – নভেম্বর ২৯, ১৯৯৫) একজন সোভিয়েত এবং উজবেক রসায়নবিদ। তিনি এলক্যালয়েড রসায়নে গবেষণার জন্য সুপরিচিত। এই কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৭১ সালে মেন্ডেলিফ স্বর্ণপদক লাভ করেন[১] ১৯৫৬ সালে সাব্বির উজবেকিস্তানের বিজ্ঞান একাডেমীর অধীনে উদ্ভিজ্জ পদার্থের রসায়নের উপর ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।[২] ১৯৫৮ সাল থেকে তার মৃত্যুর আগপর্যন্ত তিনি রুশ বিজ্ঞান একাডেমীর সদস্য ছিলেন।[৩] মৃত্যুর পরে তাকে তাসখন্দে সমাহিত করা হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Юнусов Сабир Юнусович (Russian ভাষায়)। Russian Academy of Sciences। সংগ্রহের তারিখ ২০০৭-১০-০৮।
- ↑ Urmanov, Ruslan (২০০৭-০৮-৩১)। "Those who can make a difference"। Uzbekistan Today। Uzbekistan Today। ২০১০-০৩-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১০-০৮।
- ↑ "RAS member entry"। Russian Academy of Sciences। সংগ্রহের তারিখ ২০০৭-১০-০৮।