সাবরিনা গনজালেয পাস্তারাস্কি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাবরিনা গনজালেজ পাস্তারাস্কি
সাবরিনা গনজালেয পাস্তারাস্কি
জন্ম১৯৯৩
শিকাগো, ইলিনয়
জাতীয়তাকিউবান-আমেরিকান, পলিশ-আমেরিকান
নাগরিকত্বযুক্তরাষ্ট্র
শিক্ষাPh.D. প্রার্থী [১]
মাতৃশিক্ষায়তনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অব টেকনোলজি
পরিচিতির কারণস্পিন মেমোরী, দ্য ট্রায়াঙ্গল
পুরস্কারInaugural MIT Freshman Entrepreneurship Award [২]
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহবোয়িং ফ্যান্টম ওয়ার্কস, সার্ন, নাসা[৩]
ডক্টরাল উপদেষ্টাঅ্যান্ড্রু স্ট্রোমিংগার
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনজেফ বেজোস

সাবরিনা গনজালেয পাস্তারস্কি ইলিনয়ের শিকাগোর একজন আমেরিকান পদার্থবিদ। সে একজন কিউবান- আমেরিকান যিনি ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন এবং বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করছেন। সে বর্তমানে স্ট্রিং তত্ত্ব এবং কণা পদার্থবিজ্ঞান নিয়ে অধ্যায়ন করছেন।[৪] পাস্তারাস্কির বয়স যখন ১২ বছর তখন তিনি FAA1 এর কো-পাইলট দায়িত্ব পালন করেন।[৫] ১৪ বছর বয়সে সে এমআইটি'র সহায়তা চায় তার একক-ইঞ্জিন বিমানের প্রত্যয়নপত্র সহ যা সে তৈরি করেছিলো।[৬] ২১ বছর বয়সে সে হার্ভার্ডে দ্য ট্রায়াঙ্গল এবং স্পিন মেমোরী উপস্থাপন করেন এবং E&M এর জন্য দ্য ট্রায়াঙ্গল সমাপ্ত করেন।[৭] ২২ বছর বয়সে সে হার্ভার্ড ফ্যাকাল্টি সম্মেলনে বক্তৃতা দেন যে, তার ধারণাগুলো কৃষ্ণ বিবর কেশে প্রয়োগ করা যাবে কি না।[৮] সে ব্লু অরিজিন থেকে চাকরির প্রস্তাব পেয়েছেন, যেটি একটি আকাশযান কোম্পানি যা আমাজন ডট কম এর জেফ বেজস প্রতিষ্ঠা করেন। পাস্তারাস্কি নাসা থেকেও চাকরির প্রস্তাব পেয়েছেন।[৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Forbes Profile
  2. 0527 MIT Freshman Awards[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Hertz Foundation Profile"। ১ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৬ 
  4. Center for the Fundamental Laws of Nature
  5. Technical Center
  6. News.com Australia
  7. Completing the Triangle for E&M
  8. Harvard Faculty Conference slides 7 & 8[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  9. "Hearst UK"। ১৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৬