সাবওয়ে (রেস্তোরাঁ)
![]() | |
ধরন | ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত কোম্পানী |
---|---|
শিল্প | রেস্তোরাঁ |
প্রকার | ফাস্ট ফুড |
প্রতিষ্ঠাকাল | ব্রিজপোর্ট, কানেক্টিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র (আগস্ট ২৮, ১৯৬৫) |
প্রতিষ্ঠাতা | ফ্রেড দেলুকা এবং পিটার বাক |
সদরদপ্তর | মিলফোর্ড, কানেক্টিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র |
অবস্থানের সংখ্যা | ৪১,৭৬৬ রেস্তোরাঁ ১০৬ টা দেশে [১] |
প্রধান ব্যক্তি | ফ্রেড দেলুকা (সভাপতি) মিলি সিন (ইভিপি) ডেভিড ওরল (হিসাবাধ্যক্ষ) ডন ফার্টম্যান (সিডিও)[২] |
পণ্যসমূহ | সাবমেরিন স্যান্ডউইচ সালাদ পিৎজা (কিছু জায়গায়) |
মালিক | ডক্টরস অ্যাসোসিয়েট |
ওয়েবসাইট | subway |
সাবওয়ে (প্রেক্ষাপট রূপে SUBWAY) হল একটা আমেরিকান ফাস্ট ফুড রেস্তোরাঁ যারা প্রাথমিক ভাবে সাবমেরিন স্যান্ডউইচ এবং সালাদ বানায়। ডক্টরস অ্যাসোসিয়েট হল এর মালিক এবং এরাই এটা চালনা করে। পৃথিবীর মধ্যে এই কোম্পানিটি অন্যতম সর্বাধিক গ্রোথযুক্ত কোম্পানি এবং এদের প্রায় ৪১,৭৬৬ রেস্তোরাঁ আছে ১০৬ টা দেশে বা জায়গায় ৫ই মে ২০১৪ এর হিসেবে।[১] এটি বিশ্বের বৃহত্তম একক ব্র্যান্ড রেস্টুরেন্ট চেইন এবং বিশ্বব্যাপী বৃহত্তম রেস্টুরেন্ট অপারেটর হিসেবে পরিচিত।[৩][৪][৫]
সাবওয়ে এর আন্তর্জাতিক সদর দপ্তর অবস্থিত মিলফোর্ড, কানেক্টিকাট; ৫ টা আঞ্চলিক কেন্দ্র সারা বিশ্বে সাবওয়ের বিভিন্ন ক্রিয়াকর্মাদি পরিচালনা করে। ইউরোপে এদের আঞ্চলিক কেন্দ্রগুলো রয়েছে আমস্টারডাম, নেদারল্যান্ডস এই দুটো জায়গায়; অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই দুটো জায়গা পরিচালনা হয় ব্রিসবেন, অস্ট্রেলিয়া থেকে; এশিয়ার বিভিন্ন জায়গা পরিচালনা হয় কয়েকটা আঞ্চলিক কেন্দ্র থেকে যেগুলোর মধ্যে পরে বৈরুত, লেবানন, এবং সিঙ্গাপুর প্রভৃতি; এবং লাতিন আমেরিকার জন্য রয়েছে দুটো কেন্দ্র যেগুলো হল মায়ামি, ফ্লোরিডা।[৬]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "Explore Our World"। Subway.com। ২০১৫-১২-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-০৫।
- ↑ "Don Fertman"। ১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৪।
- ↑ Subway publication (২০১১)। "Official Subway Restaurants Web Site"। Subway Restaurants। সংগ্রহের তারিখ মার্চ ৩, ২০১১।
- ↑ Joe Bramhall। "McDonald's Corporation"। Hoovers.com। সংগ্রহের তারিখ আগস্ট ২৩, ২০০৭।
- ↑ "Yum! Financial Data - Restaurant Counts"। yum.com। ফেব্রুয়ারি ২, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৮, ২০১৩।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ২৭ আগস্ট ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৪।
বহিঃসংযোগ[সম্পাদনা]

- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- Subway's Nutritional Information ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ জুন ২০১০ তারিখে