সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
![]() সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো | |
অবস্থান | দোনোস্তিয়া-সান সেবাস্তিয়ান, বাস্ক কান্ট্রি, স্পেন |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৫৩ |
পুরস্কার | গোল্ডেন শেল, সিলভার শেল, দোনোস্তিয়া পুরস্কার, সেবাস্তিয়ান পুরস্কার |
আয়োজনকারী | ফেস্তিভাল ইন্তেরনাসিওনাল দে সিনে দে দোনোস্তিয়া-সান সেবাস্তিয়ান, সোসিয়েদাদ আনোনিমা |
চলচ্চিত্র সংখ্যা | ২০০-২৫০ |
ভাষা | আন্তর্জাতিক |
ওয়েবসাইট | sansebastianfestival |
সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্পেনের সান সেবাস্তিয়ান শহরে অনুষ্ঠিত এফআইএপিএফ স্বীকৃত বার্ষিক চলচ্চিত্র উৎসব। ১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এটি প্রতি বছর সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়।[১][২]
২০১১ সাল থেকে এই উৎসবের পরিচালকের দায়িত্ব পালন করছেন হোসে লুইস রেবোর্দিনোস।[৩]
ইতিহাস
[সম্পাদনা]
সান সেবাস্তিয়ান উৎসব ১৯৫৩ সালের ২১শে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।[৪] ১৯৫৫ সাল থেকে স্পেনীয়-ভিন্ন অন্য ভাষার চলচ্চিত্রসমূহও প্রদর্শনের যোগ্য হয়। ১৯৫৭ সাল থেকে এটি এফআইএপিএফ স্বীকৃতি এ তালিকাভুক্ত উৎসব, তবে ১৯৮০-১৯৮৪ সালে কোন প্রধানতম পুরস্কার না প্রদান করার কারণে তালিকা থেকে বাদ পড়েছিল।
এই উৎসব স্টার ওয়ার্স চলচ্চিত্রের ইউরোপীয় প্রদর্শনী ও ভার্টিগো চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রদর্শনী করে। এই উৎসবের মধ্য দিয়ে আলফ্রেড হিচকক ও রোমান পোলান্স্কি প্রথমবারের মত কোন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেন।[৫]
শাখা
[সম্পাদনা]
এই উৎসবের প্রধান শাখাগুলো হল:
- দাপ্তরিক বাছাই: সাম্প্রতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের বাছাই, যেগুলো অন্যান্য উৎসবে প্রদর্শিত হয়নি ও কোন প্রধানতম পুরস্কারের জন্য প্রতিযোগিতা করেনি। প্রতিযোগিতায় স্পেনীয় প্রযোজনার চলচ্চিত্রসমূহ অবশ্যই ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে হবে।[৬]
- নবীন পরিচালক: নতুন পরিচালকের প্রথম বা দ্বিতীয় চলচ্চিত্রের প্রদর্শনী
- হরাইজন্তেস লাতিনোস: লাতিন আমেরিকার চলচ্চিত্রের প্রদর্শনী, যেগুলো স্পেনে মুক্তি পায়নি
- পার্লস: বছরব্যাপী অন্যান্য আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত শ্রেষ্ঠ চলচ্চিত্রের প্রদর্শনী
- জাবালতেগি - তাবাকালেরা: প্রথার বাইরের চলচ্চিত্রের প্রদর্শনী
- মেড ইন স্পেন: স্পেনীয় চলচ্চিত্রের প্রদর্শনী
- জিনেমিরা: বাস্কের বাসিন্দাদের প্রযোজিত ও পরিচালিত চলচ্চিত্রের প্রদর্শনী
- ফিরে দেখা: প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের সৃষ্টিকর্মের প্রদর্শনী
- কালিনারি সিনেমা: ভোজন-বিদ্যা সংক্রান্ত চলচ্চিত্রের অ-প্রতিযোগিতামূলক প্রদর্শনী
- ভেলোড্রোম: ভেলোদ্রোমো দে আনোয়েতায় বড় পর্দায় প্রদর্শিত চলচ্চিত্র
- নেস্ট ফিল্ম স্টুডেন্টস: বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র স্কুলের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
পুরস্কার
[সম্পাদনা]আন্তর্জাতিক জুরি দাপ্তরিক বাছাই ও নিন্মোক্ত পুরস্কারের জন্য চলচ্চিত্রসমূহ মূল্যায়ন করে থাকেন :
- শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে গোল্ডেন শেল
- বিশেষ জুরি পুরস্কার
- শ্রেষ্ঠ প্রধান অভিনয়শিল্পী বিভাগে সিলভার শেল
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনয়শিল্পী বিভাগে সিলভার শেল
- শ্রেষ্ঠ পরিচালক বিভাগে সিলভার শেল
- শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে জুরি পুরস্কার
- শ্রেষ্ঠ চিত্রগ্রহণ বিভাগে জুরি পুরস্কার
- দোনোস্তিয়া পুরস্কার
পূর্বে প্রদত্ত পুরস্কারসমূহ হল:
- শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে সিলভার শেল (১৯৫৩-২০২০) - শ্রেষ্ঠ প্রধান অভিনয়শিল্পী ও পার্শ্ব অভিনয়শিল্পী বিভাগ কর্তৃক স্থলাভিষিক্ত
- শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে সিলভার শেল (১৯৫৩-২০২০) - শ্রেষ্ঠ প্রধান অভিনয়শিল্পী ও পার্শ্ব অভিনয়শিল্পী বিভাগ কর্তৃক স্থলাভিষিক্ত
সমান্তরাল শাখার জন্য প্রদত্ত প্রধান পুরস্কারসমূহ হল:
- নবীন পরিচালক পুরস্কার: বিশেষ জুরি কর্তৃক বাছাইকৃত নবীন পরিচালক শাখায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চলচ্চিত্র
- দর্শক পুরস্কার: পার্ল শাখা থেকে দর্শকের বাছাইকৃত চলচ্চিত্র
- তরুণ পুরস্কার
- হরাইজন্তেস পুরস্কার: হরাইজন্তেস শাখা থেকে জুরি কর্তৃক বাছাইকৃত চলচ্চিত্র
- "ওত্রা মিরাদা" পুরস্কার: নারী বিশ্বের প্রতিনিধিত্বকারী শ্রেষ্ঠ চলচ্চিত্র
- সেবাস্তিয়ান পুরস্কার: যে কোন শাখা থেকে জুরি কর্তৃক বাছাইকৃত এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী শ্রেষ্ঠ চলচ্চিত্র
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "San Sebastian International Film Festival"। ফিল্ম ফেস্টিভাল লাইফ। ২০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।
- ↑ কক্স, David (২৪ সেপ্টেম্বর ২০১২)। "San Sebastián keeps one eye on profits with Arbitrage premiere"। দ্য গার্ডিয়ান। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।
- ↑ এস্কুইয়াগা, মিতসেল (২৮ সেপ্টেম্বর ২০১৭)। "¿Quiénes mandan en el festival?"। ডায়েরিও ভাস্কো। ২০২৪-০৮-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Background details"। সান সেবাস্তিয়ান পুরস্কার। ২০২১-০৩-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।
- ↑ স্যামুয়েলস, এ. জে. (৯ নভেম্বর ২০১২)। "San Sebastian International Film Festival: 60 Years of Cinema and Beyond"। কালচার ট্রিপ। ২০২২-০৫-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Reglamento Sección Oficial. 70 edición - 2022"। সান সেবাস্তিয়ান উৎসব। ২০২২-১০-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]