সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়
সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয় | |
---|---|
![]() | |
![]() বিদ্যালয়ের মূল প্রবেশদ্বার | |
অবস্থান | |
তথ্য | |
ধরন | মাধ্যমিক বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ২০০০ |
প্রতিষ্ঠাতা | আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় জেলা | চট্টগ্রাম জেলা |
সেশন | জানুয়ারি-ডিসেম্বর |
সভাপতি | আলহাজ্ব জাহেদুল ইসলাম |
প্রধান শিক্ষক | আলহাজ্ব আবুল মনসুর চৌধুরী |
শিক্ষকমণ্ডলী | ১৮ জন |
শ্রেণী | ৬ষ্ঠ-১০ম |
Years offered | ২০০০ | -বর্তমান
লিঙ্গ | বালক |
শিক্ষার্থী সংখ্যা | ৫০০+ |
ছাত্র-শিক্ষক অনুপাত | ৫০০:১৮ |
ভাষা | বাংলা |
ক্যাম্পাস | শহুরে |
রং | সাদা-কালো |
ইআইআইএন | ১০৪২২৬ |
ওয়েবসাইট | sbhsbd |
সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয় বাংলাদেশের চট্টগ্রামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
অবস্থান[সম্পাদনা]
এই বিদ্যালয়টি চট্টগ্রামের পুরাতন চান্দগাঁও এলাকায় অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
২০০০ সালে এই মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রবাসী ও বৈদেশিক কল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বি.এস.সি।[১]
শিক্ষক - শিক্ষার্থী[সম্পাদনা]
এই বিদ্যালয়টিতে প্রায় ৫০০ জন শিক্ষার্থী রয়েছে এবং তাদের শিক্ষাদানের জন্য ১৮ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী নিয়োজিত আছে।[২]
অবকাঠামো[সম্পাদনা]
এই বিদ্যালয়ে চারতালা বিশিষ্ট একটি ভবন বিদ্যমান। এই ভবনে পাঠদানসহ যাবতীয় কার্যাবলী সম্পন্ন হয়।
ব্যবস্থাপনা[সম্পাদনা]
অত্র বিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন আলহাজ্ব জাহেদুল ইসলাম সহ ১৪ জন সদস্য।[৩]
সহ-শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
বিতর্ক, সাংস্কৃতিক, চিত্রাংকন, স্কাউট, রেডক্রিসেন্ট, দেয়ালিকা প্রকাশ, ইনডোর ও আউটডোর খেলা ইত্যাদি হয়ে থাকে।
ফলাফল[সম্পাদনা]
এসএসসি
সাল | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ পরীক্ষার্থী | জিপিএ-৫ A+ প্রাপ্ত | পাশের হার |
---|---|---|---|---|
২০১২ | ১৩৭ | ১১০ | ৫ জন | ৮০.৫% |
২০১৩ | ১১১ | ১০৫ | ১০ জন | ৯৪.৫% |
২০১৪ | ১৩৮ | ১৩৭ | ১৮ জন | ৯৯.২৮% |
২০১৫ | ১৪৫ | ১৩৯ | ২১ জন | ৯৯.১৫% |
২০১৬ | ১৩৬ | ১৩৬ | ২৭ জন | ১০০% |
২০১৭ | ১৩৬ | ১৩১ | ১৭ জন | ৯৭.০৪% |
২০১৮ | ২০৩ | ১৯৩ | ১৩ জন | ৯৬.৭% |
২০১৯ | ২০২ | ১৯৯ | ১৯ জন | ৯৮.৫% |
২০২০ | ২০৯ | ২০৬ | ২০ জন | ৯৮.৯৮% |
২০২১ | ১৯৯ | ১৯৯ | ১৯ জন | ১০০% |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বিদ্যালয়ের ইতিহাস"। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কিত তথ্য।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ উজ্জীবন বার্ষিকী: ফলাফল এবং অর্জন, পৃষ্ঠা:২৫, সংস্করণ: ২০১৪-১৫