সাগর (১৯৮৫-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাগর
পরিচালকরমেশ সিপ্পী
প্রযোজকজি পি সিপ্পী
রচয়িতাজাভেদ আখতার
শ্রেষ্ঠাংশেকমল হাসান
ঋষি কাপুর
ডিম্পল কাপাডিয়া
নাদিরা
সাইদ জাফরি
সতীশ কৌশিক
সুরকাররাহুল দেব বর্মণ
চিত্রগ্রাহকএস এম আনোয়ার
সম্পাদকএম এস শিন্ডে
পরিবেশকসিপ্পী ফিল্মস
মুক্তি
  • ৯ আগস্ট ১৯৮৫ (1985-08-09)
স্থিতিকাল১৮৭ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি

সাগর (হিন্দি: सागर) হচ্ছে ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত রমেশ সিপ্পী পরিচালিত একটি হিন্দি চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে ঋষি কাপুর এবং ডিম্পল কাপাডিয়া মুখ্য ভূমিকায় ছিলেন, এছাড়া তামিল সিনেমা শিল্পের মহানায়ক কমল হাসানও মুখ্য চরিত্রেই ছিলেন। ডিম্পল কাপাডিয়া সাগর এর মাধ্যমে তার চলচ্চিত্র জীবন আবার শুরু করেন, কারণ ১৯৭৩ সালে রাজ কাপুরের ববি চলচ্চিত্র মুক্তি পাওয়ার পরই তিনি অভিনেতা রাজেশ খান্না'র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

চলচ্চিত্রটি 'একাডেমি পুরস্কার' পেয়েছিলো এবং কমল হাসান যিনি একজন একজন তামিল চলচ্চিত্র অভিনেতা ছিলেন এই সাগর-এ অভিনয় করে সেরা অভিনেতা এবং সেরা সহ-অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার জেতেন।[১][২][৩] অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া যিনি 'ববি (১৯৭৩-এর চলচ্চিত্র)'তে বিকিনি পরেছিলেন এই চলচ্চিত্রে ওয়ান পিস সুইমস্যুট পরেছিলেন।[৪]

কাহিনীইঙ্গিত[সম্পাদনা]

মোনা এবং রাজা দুজন খুব ভালো বন্ধু। রাজা মনে মনে মোনাকে ভালবাসলেও তাকে খুলে কোনোদিনই বলেনি। অপরদিকে রবি নামের এক পুরুষ মোনাকে দেখেই পছন্দ করে ফেলে এবং বন্ধুত্ব করে। মোনা রবিকে ভালোবেসে ফেলে আবার রাজার সঙ্গেও বন্ধুত্ব বজিয়ে চলে। রাজা মোনার রবিকে ভালবাসতে দেখে মনে খুবই কষ্ট পায়।

অভিনয়ে[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Margaret Herrick Library, Academy of Motion Picture Arts and Sciences
  2. "Restrained Romance"। Asiaweek। Asiaweek Ltd.। 12 (12–26)। ১৯৮৬। 
  3. "Back to Love"। India Today। Living Media। 10। ১৯৮৫। 
  4. Rohit Khilnani (৮ জুন ২০২০)। "Happy Birthday to Dimple Kapadia, the Queen of Oomph"thequint.com 

বহি:সংযোগ[সম্পাদনা]