সাকুচিয়া বদিউজ্জামান দাখিল মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাকুচিয়া বদিউজ্জামান দাখিল মাদ্রাসা
অবস্থান
চর গোয়ালিয়া, ৪ নং ওয়ার্ড, উত্তর সাকুচিয়া ইউনিয়ন, মনপুরা

তথ্য
অন্য নামসাকুচিয়া মাদ্রাসা
ধরনদাখিল মাদ্রাসা
ধর্মীয় অন্তর্ভুক্তিইসলাম
প্রতিষ্ঠাকাল১৯৭৯ (1979)
প্রতিষ্ঠাতাহাজী জায়নুল আবিদীন
বিদ্যালয় বোর্ডবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
অধ্যক্ষমুহাম্মদ রফিউদ্দিন
ভাষাবাংলা, আরবি

সাকুচিয়া বদিউজ্জামান দাখিল মাদ্রাসা বা সাকুচিয়া মাদ্রাসা বরিশাল বিভাগের ভোলা জেলায় অবস্থিত একটি দাখিল মাদ্রাসা[১][২][৩] মাদ্রাসাটির বর্তমান অধ্যক্ষ মোঃ রফিউদ্দিন। মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত।

অবস্থান[সম্পাদনা]

সাকুচিয়া বদিউজ্জামান দাখিল মাদ্রাসা বরিশাল বিভাগের ভোলা জেলার মনপুরা উপজেলায় অবস্থিত।মাদ্রাসাটি মনপুরা উপজেলায় ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চর গোয়ালিয়া গ্রামে অবস্থিত একটি দখিল মাদ্রাসা[২][৩]

ইতিহাস[সম্পাদনা]

মাদ্রাসাটি ১৯৭৯ সালে মনপুরায় ১.৮ একর জমিতে প্রতিষ্ঠিত হয়। হাজী জয়নাল আবদীন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা।

২০১৬ সালের ১২ নভেম্বর মাদ্রাসাটিকে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট(সেকায়েপ) পদমর্যাদার জন্য শালিনা আক্তার চৌধুরী এবং ঘূর্ণিঝড়ের সময়কালে আশ্রয়-অঞ্চল হওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটালভাবে অভিনন্দন জানিয়েছিন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "List of Institutions: Dakhil Madrasha"Ministry of Education 
  2. "List of Madrasas" (পিডিএফ)Bangladesh Bureau of Education Information and Statistics। পৃষ্ঠা 23। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৬, ২০১৬ 
  3. "Madrasa government mailing list"Secondary Education Quality and Access Enhancement Project, Bangladesh Government। ডিসেম্বর ২০, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৬, ২০১৬