সাকিং দ্য মাঙ্কি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাজকীয় নৌবাহিনীতে, সাকিং দ্য মাঙ্কি, ব্লিডিং দ্য মাঙ্কি বা ট্যাপিং দ্য অ্যাডমিরাল [১] হলো একটি পাতলা ফাঁপা নলের মধ্য দিয়ে পিপা থেকে মদ চোষার অভ্যাস। [২] এটি সাধারণত একটি পিপা বা ব্যারেলে একটি জিমলেট দিয়ে একটি ছোট গর্ত তৈরি করে সেখান থেকে একটি পাতলা ফাঁপা নলের মাধ্যমে চুষে পান বোঝায়। এই অপশব্দটি এই অভ্যাসে অ্যালকোহল বিষক্রিয়ায় মানুষ মারা যাওয়ার জন্য পরিচিত ছিল। [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Slang and its Analogues Past and Present - Google Books। সংগ্রহের তারিখ ২০১২-১০-১৭ 
  2. "Brewer, E. Cobham. Dictionary of Phrase & Fable."। সংগ্রহের তারিখ ২০১২-১০-১৭ 
  3. "Papers Past — Thames Star — 4 August 1919 — "SUCKING THE MONKEY""। সংগ্রহের তারিখ ২০১২-১০-১৭