সাঈদ তাঘমুঈ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাঈদ তাঘমুঈ
Saïd Taghmaoui
সাঈদ তাঘমুঈ ২০১৪ সালে
জন্ম (1973-07-19) জুলাই ১৯, ১৯৭৩ (বয়স ৫০)
নাগরিকত্বদ্বৈত ফরাসি এবং আমেরিকার[১]
পেশাঅভিনেতা, চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৯৪–বর্তমান
আদি নিবাসঅলনে-সোস-বোয়স, প্যারিস, ফ্রান্স

সাঈদ তাঘমুঈ (জন্ম: জুলাই ১৯, ১৯৭৩) মরক্কোর বংশোদ্ভূত ফরাসি-আমেরিকান অভিনেতা এবং চিত্রনাট্যকার। ১৯৯৫ সালে ফ্রেঞ্চ চলচ্চিত্র লা হাইনে তে সাইদ প্রধান চরিত্রে অভিনয় করেন, যেটি মাতিয়ো কাসোভিস পরিচালনা করেছিলেন। সাঈদ বেশ কয়েকটি ইংরেজি-ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে: ক্যাপ্টেন সাইদ ইন থ্রি কিংস (১৯৯৯) এবং সমির ওয়ান্ডার ওম্যান (২০১৭) উল্লেখযোগ্য।

প্রাথমিজ জীবন এবং কর্মজীবন[সম্পাদনা]

সাঈদ সাইনি-সেইন্ট-ডেনিস, এর উইলপিন্টে জন্মগ্রহণ করেন, ৮ সন্তানের একটি বড় পরিবার ছিল তাদের; যার মধ্যে থেকে তার ৪ ভাই ও ৩ বোন ছিল।[১][২] তার পিতামাতা এসসাউইরা থেকে বারবার জাতি থেকে মরক্কোর অভিবাসী হয়েছিলেন।[২] আলনে-সোস-বোয়স কমিউনের রোজ দেস ভেন্টস কোয়ার্টারে সাঈদের শৈশবকাল কেটেছিল।[৩][৪]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

সাঈদ একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।[৫] তিনি ১৯৯৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং ২০০৮ সালে, আমেরিকার নাগরিকত্ব লাভ করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Noualhat, Laure (৪ আগস্ট ২০০৯)। "Hollywood buvard"Libération। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫ 
  2. Wrathall, John (ফেব্রুয়ারি ৪, ১৯৯৯)। "Film: The Human Volcano"। London: The Independent। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৯, ২০০৯ 
  3. Paris Match 3118, 19–25 February 2009.
  4. "Hommage à Said Taghmaoui: consécration d'un parcours singulier"। Maghress.com। ২০০৯-১২-০৮। 
  5. Roudaby, Youssef (২৪ জুন ২০১৫)। "Saïd Taghmaoui effectue les prières des tarawih et le fait savoir sur Facebook"Huffington Post। ৯ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]