সাইদ আহমদ আকবরাবাদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সাঈদ আহমদ আকবরাবাদী থেকে পুনর্নির্দেশিত)

সাঈদ আহমদ আকবরাবাদি
ব্যক্তিগত তথ্য
জন্ম১৯০৮
মৃত্যু২৪ মে ১৯৮৫(1985-05-24) (বয়স ৭৬–৭৭)
ধর্মইসলাম
অঞ্চলভারত
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
আন্দোলনদেওবন্দি
প্রধান আগ্রহউর্দু লেখক, ইতিহাস, সীরাত (মুহাম্মদের জীবনী)
উল্লেখযোগ্য কাজফাহমে কুরআন, গোলামানে ইসলাম, সিদ্দীকে আকবর, ওয়াহি ইলাহি, ইসলাম মেঁ গোলামী কী হাকীকত, উসমান জিন্নুরাইন, মুসলমানো কা উরুয ও জাওয়াল, মাওলানা উবাইদুল্লাহ সিন্ধী আওর উনকে নাকীদ
যেখানের শিক্ষার্থীমাদ্রাসা শাহী, দারুল উলুম দেওবন্দ, ওরিয়েন্টাল কলেজ, লাহোর, সেন্ট স্টিফেন কলেজ, দিল্লি
মুসলিম নেতা
যার দ্বারা প্রভাবিত

সাঈদ আহমেদ আকবরাবাদী (১৯০৮-১৯৮৫) ছিলেন একজন ভারতীয় সুন্নি ইসলামী পণ্ডিত, উর্দু ভাষার লেখক এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিন।[১] তিনি আদ দিরাসাতুল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা।

শিক্ষা জীবন[সম্পাদনা]

সাঈদ আহমদ আকবরাবাদী ১৯০৮ সালে ভারতের ঔপনিবেশিক শহর আগ্রায় জন্মগ্রহণ করেন।[২][৩] তিনি বাড়িতে প্রাথমিক অধ্যয়ন শুরু করেন। তারপর তিনি মোরাদাবাদের মাদ্রাসা শাহীতে পড়াশোনা করেন এবং পরে দারুল উলুম দেওবন্দ থেকে স্নাতক হন। সেখানে তিনি আনোয়ার শাহ কাশ্মীরি, শাব্বির আহমেদ উসমানী ও ইব্রাহিম বালিয়াভির অধীনে পড়াশোনা করেন। এরপর তিনি লাহোরের ওরিয়েন্টাল কলেজে বিশেষ কোর্স সম্পন্ন করেন। এই সময়ের মধ্যে তিনি ফতেহপুরীর মাদ্রাসা-ই-আলিয়ায় প্রাচ্য ভাষার শিক্ষক হিসেবে নিযুক্ত হন। তিনি দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে আরবিতে মাস্টার অব আর্টস (এম এ) ডিগ্রী অর্জন করেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

লাহোরের ওরিয়েন্টাল কলেজে পড়াশোনা শেষ করে তিনি দাভেলের জামিয়া ইসলামিয়া তালিমুদ্দ্বীন মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। এরপর তিনি ফতেহপুরীর মাদ্রাসা-ই-আলিয়ায় প্রাচ্য ভাষা শিক্ষা দেন। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে এম এ সম্পন্ন করার পর তিনি একই কলেজে প্রভাষক হন। ইতোমধ্যে মুহাম্মদ জিয়া-উল-হক (পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি) তার ছাত্র হন।[৩] ১৯৪৯ সালে তিনি কলকাতার মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ হন।

১৯৫৮ সালে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ডিন হন। তিনি একটি দুর্বল অনুষদ রূপান্তর এবং স্নাতক শিক্ষকতা এবং একটি ডক্টরেট প্রোগ্রাম চালু করেন।[২] তিনি আনোয়ার শাহ কাশ্মীরির (এবং অনুষদের) প্রথম ডক্টরাল থিসিস তত্ত্বাবধান করেছিলেন, যা পরে ১৯৭৪ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছিল।[৩]

১৯৬২ ও ১৯৬৩ সালে তিনি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইসলামিক স্টাডিজের ভিজিটিং প্রফেসর ছিলেন। ১৯৭২ সালে এএমইউ থেকে অবসর গ্রহণের পর তিনি চার বছর তুঘলকাবাদের হামদারদের একটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।

এরপর তিনি কালিকট বিশ্ববিদ্যালয়ে এবং পরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হন। এরপর দারুল উলুম দেওবন্দে তিনি নতুন গবেষণা বিভাগের ও শাইখুল হিন্দ একাডেমীর পরিচালকের দায়িত্ব লাভ করেন, যা তিনি ১৯৮২ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৮৫ সালের ২৪ মে মৃত্যু পর্যন্ত পালন করেন।[৩]

প্রাপ্ত দায়িত্ব সমূহ[সম্পাদনা]

রচনাবলি[সম্পাদনা]

  • ফাহম-ই-কুরআন[৪]
  • গোলাম-ই-ইসলাম [৫]
  • সিদ্দিক-ই-আকবর[৬]
  • ওয়াহি ইলাহী[৭]
  • আর-রিক ফি আল-ইসলাম (ইসলাম মেঁ গোলামী কি হাকীকাত)[৮]
  • উসমান জিন্নুরায়েন[৯]
  • মুসলিমকা উরূজ-ও-জাওয়াল[১০][১০](ইংরেজি: মুসলমানদের উত্থান ও পতন)।[১১]
  • মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি আওর উনকে নাকিদ[১২][১২]
  • হিন্দুস্তান কি শরয়ী হাইসিয়াত

তাকে নিয়ে রচনা[৩][সম্পাদনা]

  • মাওলানা সাঈদ আহমদ আকবরাবাদী: আহওয়াল-আসার। লেখক: ড. মাসুদ আলম কাসমি
  • মাওলানা সাঈদ আহমদ আকবরাবাদী: হায়াত ও খিদমাত। লেখক: কায়সার হাবীব হাশমি
  • মাওলানা সাঈদ আহমদ আকবরাবাদী আওর উনকি আদবি খিদমত। লেখক: মিস জাহানারা।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Other Great Ulama of Deoband"dud.edu.in। ২০১৯-০৬-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-১০ 
  2. "Syed Mehboob Rizwi. History of The Dar al-Ulum Deoband (Volume 2" (পিডিএফ)archive.org। ১০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২০ 
  3. "Mufti Ubaid Anwar Shah Qaiser. "Maulana Saeed Ahmad Akbarabadi: Ek Sahib-e-Qalam Shakhsiyat". Nida'e Darul Uloom Waqf (in Urdu) (Rabi-ut-Thaani, 1438 ed.). Darul Uloom Waqf, Deoband. pp. 49–53."। ১০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২০ 
  4. Maulana Saeed Ahmad Akbarabadi। Fehm-e-Quran (পিডিএফ) (Urdu ভাষায়)। Idara-e-Islamiyat, Lahore - Karachi। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯ 
  5. Maulana Saeed Ahmad Akbarabadi। Ghulaman-e-Islamarchive.org (Urdu ভাষায়) (1940 সংস্করণ)। Jayyad Barqi Press, Delhi। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯ 
  6. Maulana Saeed Ahmad Akbarabadi। "Siddeeq-e-Akbar" (পিডিএফ)albalaghbooks.com (Urdu ভাষায়)। Idara-e-Islamiyat, Lahore - Karachi। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯ 
  7. Maulana Saeed Ahmad Akbarabadi। "Wahi-e-Ilahi" (পিডিএফ)archive.org (Urdu ভাষায়)। Nadwatul Musannifeen, Delhi। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯ 
  8. Maulana Saeed Ahmad Akbarabadi। "Islam Mai Ghulami Ki Haqeeqat (Part 1)"rekhta.org (Urdu ভাষায়)। Jayyad Barqi Press, Delhi। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯ 
  9. Maulana Saeed Ahmad Akbarabadi। Usman Zinnurain (Urdu ভাষায়)। Nadwatul Musannifeen, Delhiওসিএলসি 58961570 
  10. Maulana Saeed Ahmad Akbarabadi। "MUSALMANON KA UROOJ-O-ZAWAL"albalaghbooks.com (Urdu ভাষায়)। Idara-e-Islamiyat, Lahore - Karachi। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৯ 
  11. Maulana Saeed Ahmad Akbarabadi (২০০৯)। The Rise and Fall of Muslims (English ভাষায়)। Adam Publishers, New Delhi। আইএসবিএন 978-81-7435-293-4 
  12. Maulana Saeed Ahmad Akbarabadi। Maulānā ʻUbaidullāh Sindhī aur unke nāqid (Urdu ভাষায়)। Maktaba Rahmaniya, Deobandওসিএলসি 20073004