সাইফুল ইসলাম (চিত্রশিল্পী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাইফুল ইসলাম
বনানীর Cézanne Gallery-র দৃশ্য
জন্ম
মোহাম্মদ সাইফুল ইসলাম

(1946-08-12) ১২ আগস্ট ১৯৪৬ (বয়স ৭৭)
জাতীয়তাবাংলাদেশী
পৃষ্ঠপোষকশেখ মুজিবুর রহমান

মোহাম্মদ সাইফুল ইসলাম (জন্ম ১২ আগস্ট ১৯৪৬) একজন বাংলাদেশী শিল্পী।

প্রারম্ভিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

তিনি মেহেরপুরে এক সরকারি কর্মকর্তা পিতা মোহাম্মদ নঈমুদ্দিন বিশ্বাস এবং রাহেলা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন। তার আরও ছয় ভাইবোন ছিল, দুই ভাই ও চার বোন। তার পারিবারিক ডাকনাম ছিল হিলার, যা পরে হিটু হয়। তার বাবা একজন সৌখিন লেখক ছিলেন, যিনি বেশ কয়েকটি ছোট উপন্যাস এবং কবিতা লিখেছিলেন। এই লেখাগুলো ১৯৯৩ সালে ঢাকা থেকে কালস্রোত নামে প্রকাশিত হয়। শৈশব থেকেই, সাইফুল পুরানো ধ্রুপদী রেনেসাঁর চিত্রকর্ম, রাশিয়ান এবং চীনা বিপ্লবী চিত্রকর্মের অত্যন্ত অনুরাগী ছিলেন। তিনি ১৯৭৫ সালে মস্কো স্কুল অফ পেইন্টিং, ভাস্কর্য এবং স্থাপত্যে অধ্যয়ন করেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

১৯৭৫ সালে, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের বিপরীতে গিয়ে— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে তাকে প্রতিকৃতি অঙ্কন প্রশিক্ষণের জন্য একটি বিশেষ ফেলোশিপ দিয়ে রাশিয়ায় পাঠান। একই বছর তাকে হত্যা করা হয়। পরের বছর ইসলাম বাংলাদেশে ফিরে আসেন।

তিনি শেরেবাংলা এ কে ফজলুল হক, মাওলানা ভাসানী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং অন্যান্য বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি করেছেন। ১৯৮২ সালে কালেমা তৈয়ব তাঁর প্রথম কাজ।[২]

বাংলাদেশ ক্যালিগ্রাফিতে স্বর্ণপদক বিজয়ী ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিক্ষকও।[৩] দেশের সকল বীরশ্রেষ্ঠদের প্রতিকৃতি সম্পূর্ণ করার জন্য কমিশনপ্রাপ্ত হওয়ার পাশাপাশি, জাতীয় সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফস ছাড়াও, ইসলাম অন্যান্য বিদেশী প্রতিনিধি এবং ব্যক্তিত্বদের প্রতিকৃতি সম্পাদন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:[৪]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তিনি ১৯৭৫ সালের এপ্রিল মাসে শাহনাজ পারভীনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি একটি উর্দুভাষী পরিবার থেকে এসেছেন; তার মা কাশ্মীর থেকে এবং বাবা বোম্বে থেকে। সেজান (Cézanne) নামে তাদের একটি ছেলে রয়েছে, যার নামানুসারে বনানীতে তার গ্যালারির নামকরণ করা হয়েছে।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Biography of Syful Islam"। ৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ 
  2. Syful Islam: An expert in various genres of art
  3. "Awards and Achievements"। ৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ 
  4. "Special Works of Saiful Islam"। ৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ 
  5. "Biography of Syful Islam"। ৯ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]