সাইদুর রহমান ডন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাইদুর রহমান ডন
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাবাংলাদেশি
জন্ম (1963-01-18) ১৮ জানুয়ারি ১৯৬৩ (বয়স ৬১)
ক্রীড়া
ক্রীড়া
বিভাগ১০০ মিটার

সাইদুর রহমান ডন (ইংরেজি: Saidur Rahman Dawn; জন্ম: ১৮ই জানুয়ারি, ১৯৬৩) একজন বাংলাদেশী স্প্রিন্টার। তিনি ১৯৮৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার দৌড় প্রতিযোগীতায় অংশ নিয়েছিলেন।[১]

অলিম্পিক ১৯৮৪[সম্পাদনা]

সাইদুর রহমান ডন ছিলেন বাংলাদেশ থেকে অংশ নেয়া প্রথম অলিম্পিয়ান।[২] ১৯৮৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় লস এঞ্জিলিস, মার্কিন যুক্তরাষ্ট্রে। এই অলিম্পিকের প্রাথমিক বাছাই পর্বের হিটে আট জনের মাঝে অষ্টম হন তিনি। এই প্রতিযোগীতায় ১০০ মিটার ও ২০০ মিটার উভয় অংশের প্রথমিক বাছাই পর্বে অংশ নেন তিনি।[৩] ১০০ মিটার দৌড়ে তার সময় লাগে ১১.২৫ সেকেন্ড আর ২০০ মিটার দৌড়ে তার সময় লাগে ২২.৫৯ সেকেন্ড।[১][৪] সাইদুর রহমান ডন এই প্রতিযোগীতায় অংশ নিয়ে কোন পুরস্কার অর্জন করতে না পরলেও তার মাধ্যমে অলিম্পিকের মত একটি বড় ক্রিয়া প্রতিযোগীতায় বাংলাদেশের অংশগ্রহণের সূচনা ঘটে।[৫][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Saidur Rahman Dawn Bio, Stats, and Results" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-১১ 
  2. "কে প্রথম: সিদ্দিক, শাহানা, নাকি ডন!"। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-১১  অজানা প্যারামিটার |3= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "অলিম্পিকে কেন পদক জেতে না বাংলাদেশ?"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-১১ 
  4. Sportsencyclo। "Saidur Rahman Dawn - Olympic Facts and Results" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-১১ 
  5. Levenstein, Seth (২০১৪-০৪-১৪)। Profiles of the Game: Really Good Stories from the Sports Pages (ইংরেজি ভাষায়)। BookBaby। আইএসবিএন 9781483523934 [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "The Tennessean from Nashville, Tennessee on August 4, 1984 · Page 36"Newspapers.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-১১