সাঁসো কি মালা পে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
"সাঁসো কি মালা পে"
 এর একক
ধরনভজন এবং কাউয়ালী[১]
সময়৭:১৯
গীতিকারমীরাবাঈ
"সাঁসো কি মালা পে"
সর্বোচ্চ হিট, ভক্তিমূলক গান অ্যালবাম থেকে
নুসরাত ফাতেহ আলী কর্তৃক সঙ্গীত
মুক্তিপ্রাপ্ত১৯৭৯
ধারাভজন & কাউয়ালী
দৈর্ঘ্য২১:৪৭
গান লেখকমীরাবাঈ
সুরকারনুসরাত ফাতেহ আলী

সাঁসো কি মালা পে (হিন্দি: सा॓सो कि माला पे) একটি ভজন সঙ্গীত। গানটির মূল গায়িকা হলেন মীরাবাঈ (১৪৯৮ - ১৫৫৭)। গানটি হিন্দু ধর্মের ভগবান কৃষ্ণের গুণকীর্তণে লেখা হয়েছিল। পরবর্তীকালে গানটি অনেক বিখ্যাত গায়ক গেয়েছিলেন এবং এটি ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি গায়ক নুসরাত ফাতেহ আলীর প্রিয় গান ছিল। ১৯৭৯ সালে তিনি যখন ভারত সফর করছিলেন তখন প্রথমবারের মত তিনি এই গানটি গেয়েছেলেন। গানটি কাউয়ালী কনসার্টের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটি।

অনুপ্রেরণা[সম্পাদনা]

১৯৯৭ সালে শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত অভিনীত কয়লা চলচিত্রে গানটি ব্যবহার করা হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sanson Ki Mala Pe Simruu Main ...LYRICS [Nusrat Fateh Ali Khan]"http://www.69lyrics.com। ৪ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৫  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. "Koyla→Songs→Sanson Ki Mala"https://www.google.com.bd/  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)