সাঁত্রাগাছি কেদারনাথ ইন্সটিটিউশন
সাঁত্রাগাছি (সাঁতরাগাছি) কেদারনাথ ইনস্টিটিউশন | |
---|---|
![]() বিদ্যালয় ভবন | |
ঠিকানা | |
![]() | |
১৮১ শাস্ত্রী নরেন্দ্রনাথ গাঙ্গুলী রোড রামরাজাতলা , , ফোন: ০৩৩-২৬২৭ ২২২৩ | |
স্থানাঙ্ক | ২২°৫৮′৪৭″ উত্তর ৮৮°৩০′৩৮″ পূর্ব / ২২.৯৭৯৭২° উত্তর ৮৮.৫১০৫৬° পূর্ব |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | মাধ্যমিক, উচ্চমাধ্যমিক |
নীতিবাক্য | শ্রদ্ধাবান্ লভ্তে জ্ঞানম্ (যারা শ্রদ্ধা করে তাদেরই জ্ঞান প্রাপ্ত হয়) |
প্রতিষ্ঠাকাল | ১৭ জুলাই ১৯২৫ |
প্রতিষ্ঠাতা | আশুতোষ মুখার্জী |
বিদ্যালয় জেলা | হাওড়া |
সেশন | দিবা বিভাগ |
প্রধান শিক্ষক | তপব্রত বসু |
শিক্ষার্থী সংখ্যা | গড় ১৫০০ |
ছাত্র-শিক্ষক অনুপাত | ৪০ |
অর্পিত শ্রেণীসমূহ | প্রথম―দ্বাদশ |
ভাষা | বাংলা |
সময়সূচি | সকাল ১০.৩০―বিকেল ৪.৩০ |
বিদ্যালয়ের কার্যসময় | ৬ ঘণ্টা |
শ্রেণীকক্ষ | গড় ২৫ |
গান | জন গন মন |
প্রকাশনা |
|
বর্ষপুস্তক | পূজার ফুল |
অন্তর্ভুক্তি | West Bengal Board of Secondary Education and West Bengal Council of Higher Secondary Education |
তথ্য |
|
ওয়েবসাইট | http://sknionline.in/ |
সাঁত্রাগাছি কেদারনাথ ইন্সটিটিউশন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ায় অবস্থিত ১৯২৫ সালে প্রতিষ্ঠিত একটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়।[১][২]
ইতিহাস[সম্পাদনা]
১ম জানুয়ারি তারিখে স্থানীয় উদ্যোগী ব্যক্তি কেদারনাথ ব্যানার্জী দ্বারা সাঁত্রাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়। ১৭ই জুলাই, ১৯২৫ তারিখে আশুতোষ কলেজের ভাইস চ্যান্সেলর এবং অধ্যাপক শ্রী আশুতোষ মুখার্জী কর্তৃক ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এটি ৬টি ঘরে ২২৫ জন শিক্ষার্থীর সাথে শুরু হয়। ১৯২৬ সালের ২ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালযে়র অস্থায়ী অনুমতির সাথে নবম শ্রেণির শ্রেণি শুরু হয় এবং ১৯২৭ সালে দশম শ্রেণী সম্পন্ন হওয়ার পর স্কুল ছাত্রদের প্রথমবারের মতো বোর্ড পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৯৩৩ সালে, সাঁত্রাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন তার স্থায়ী অধিভুক্তি লাভ করে।

সাঁত্রাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনে আশুতোষ মুখার্জীর মূর্তি