সাঁজোয়া রেল
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(মে ২০২৫) |

সাঁজোয়া রেল বা আর্মাড ট্রেন হলো একটি রেলওয়ে ট্রেন, যেটি মজবুত ধাতব বর্ম দিয়ে সুরক্ষিত থাকে এবং প্রায়ই এতে মারাত্মক কামান, মেশিনগান, ও অটোক্যানন বসানো রেলবগি থাকে। কিছু ট্রেনে ছিদ্রও থাকত যেখান দিয়ে ভেতর থেকে হাতিয়ার চালানো যেত, বিশেষ করে প্রাথমিক সাঁজোয়া ট্রেনগুলোতে। এগুলো মূলত ১৯শ শতকের শেষ ভাগ এবং ২০শ শতকের শুরুর দিকে ব্যবহৃত হতো, যখন অল্প সময়ে বিপুল অস্ত্রশক্তি এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে দেওয়ার অভিনব উপায় হিসেবে এগুলো ব্যবহৃত হতো।
পরবর্তী সময়ে অধিকাংশ দেশ এই ট্রেনগুলোর ব্যবহার বন্ধ করে দেয়, কারণ সড়কযান অনেক বেশি শক্তিশালী ও নমনীয় হয়ে ওঠে, রেলপথ সহজেই নাশকতা বা আকাশ থেকে হামলার শিকার হতো, এবং বিমান পরিবহন অস্ত্রশক্তি স্থানান্তরের আরও নমনীয় উপায় হিসেবে আবির্ভূত হয়। তবে ২০শ শতকের শেষভাগ এবং ২১শ শতকের শুরুতে কিছু ক্ষেত্রে এগুলোর ব্যবহার হয়েছে। রাশিয়া দ্বিতীয় চেচেন যুদ্ধ (১৯৯৯–২০০৯) এবং ইউক্রেনে আক্রমণ (২০২২–বর্তমান) চলাকালীন কিছু স্বল্প প্রস্তুত সাঁজোয়া ট্রেন ব্যবহার করেছে।[১][২][৩]
সাঁজোয়া ট্রেন ঐতিহাসিকভাবে একটি যুদ্ধযন্ত্র হিসেবেই ব্যবহৃত হতো, যাতে কামানের মতো ভারী অস্ত্র থাকত। একটি ব্যতিক্রম ছিল যুক্তরাষ্ট্রের "হোয়াইট ট্রেন", যা ছিল জ্বালানি বিভাগের পারমাণবিক অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত ট্রেন; এটি সাঁজোয়া ছিল এবং সশস্ত্র নিরাপত্তাকর্মীরা পাহারা দিতেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;:1
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;:2
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Russia has released video of an armoured train moving through Ukraine"। Sky News। ২৩ জুন ২০২২।
- ↑ "White Train"। Amarillo Railroad Museum। ২০১২-০৬-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৭।