সা'দ উদ্দীন তাফতাযানী
![]() | বিশ্বকোষীয় পর্যায়ে যেতে এই নিবন্ধে আরো বেশি অন্য নিবন্ধের সাথে সংযোগ করা প্রয়োজন। |
সা’দ উদ্দীন তাফতাযানী(আরবী: سعد الدین تفتازانی) তর্কশাস্ত্র,ইলমে কালাম,ইলমে নাহু, সাহিত্য ও ইলমে ফিকহ্-এর একজন দক্ষ আলেম ছিলেন।[১]
নাম[সম্পাদনা]
নাম: মাসউদ, উপাধি: সা’দ উদ্দীন। পিতার নাম: ও্রমর, উপাধি: কাযী ফখরুদ্দীন।
বংশধারা: সা’দ উদ্দীন মাসউদ ইবনে ওমর ইবনে আব্দুল্লাহ তাফতাযানী।
জন্ম[সম্পাদনা]
তিনি ইরান খোরাসানের তাফতাযান নামক জনপদে ৭২২হিজরির সফর মাসে/১ মার্চ ১৩২২খ্রিষ্টাব্দে[২] জন্মগ্রহন করেন।[৩]
শিক্ষা অর্জন[সম্পাদনা]
তিনি বিভিন্ন আলিম ও পণ্ডিতদের নিকট শিক্ষা লাভ করেন। তন্মধ্যে আযদুদ্দীন ও কুতুবুদ্দীন রাযীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।[৪]
অধ্যাপনা[সম্পাদনা]
শিক্ষা সমাপনের পর যুবক বয়সেই তাকে তৎকালীন বড় বড় বিদ্বানদের কাতারে গণ্য করা হতো। লেখা-পড়া শেষ হওয়া মাত্রই তিনি অধ্যাপনার দায়িত্ব নিজ কােঁধে তুলে নেন। তার উল্লেখযোগ্য ছাত্র হলেন- আব্দুল ওয়াসি’ ইবনে খাযির, শায়খ শামসুদ্দীন ইবেন আহমদ হুফরী, আবুল হাসান বুরহান উদ্দীন প্রমুখ।[৫]
মাযহাব[সম্পাদনা]
তার মাযহাব সম্পর্কে দুটি মত পাওয়া যায়্ ১. হানাফী মাযহাবের অনুসারী। ২. শাফেয়ী মাযহাবের অনুসারী। উভয় মতের সমর্থনে দলিল রয়েছে, তবে তার হানাফী মাযহাবের অনুসারী হওয়ার পক্ষে মতামত বেশি জোরালো।[৬]
রচনাবলী[সম্পাদনা]
তার অনেক রচনাবলীর মধ্যে উল্লেখযোগ্য হলো-[৫]
- تہذيب المنطق
- المطول
- المختصر المعاني
- مقاصد الطالبين
- شرح مقاصد الطالبين
- النعم السوابغ
- شرح الكلم النوابغ للزمخشري
- ارشاد الہادى
- شرح العقائد النسفیہ
- حاشیہ على شرح العضد على مختصر ابن الحاجب
- التلويح الى كشف غوامض التنقيح
- شرح التصريف العزي
- شرح الشمسیہ
- حاشیہ الكشاف
- شرح اربعين النوویہ [৭]
মৃত্যু[সম্পাদনা]
তিনি ২২ মুহাররম ৭৯২হিজরির রোজ সোমবার উযবেকিস্তানের সমরকান্দে মৃত্যুবরণ করেন। সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। কারো মতে তার মৃত্যুবরণ সন ৭৯১হিজরি, আবার কারো মতে ৭৯৭হিজরী। তবে প্রথমোক্ত মতই বিশুদ্ধ।[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "تفتازانی"। ویکیپدیا، دانشنامهٔ آزاد (ফার্সি ভাষায়)। ২০২০-০৪-০১।
- ↑ ক খ "Al-Taftazani"। Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২০-০৩-০৬।
- ↑ موسوعہ فقہیہ ،جلد اول صفحہ 455، وزارت اوقاف کویت، اسلامک فقہ اکیڈمی انڈیا
- ↑ "الشيخ التفتازاني"। www.aljazeera.net (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৭।
- ↑ ক খ "تفتازانی سعدالدین"। malekmuseum.org। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৭।
- ↑ "سعدالدین مسعود بن عمر تفتازانی - ویکی فقه"। wikifeqh.ir। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৭।
- ↑ الاعلام للزركلی