সল্ট (২০১০-এর চলচ্চিত্র)
সল্ট | |
---|---|
![]() | |
পরিচালক | ফিলিপ নয়েস |
প্রযোজক | লরেঞ্জো ডি বোনাভেচুরা সুনীল পার্কেশ |
রচয়িতা | কার্ট উইমার ব্রায়ান হেলজেল্যান্ড |
শ্রেষ্ঠাংশে | অ্যাঞ্জেলিনা জোলি লিয়েভ শ্রাইবার চিউওয়েটাল এজিওফর অগাস্ট ডিয়েল ড্যানিয়েল ওলব্রিচস্কি |
সুরকার | জেমস নিউটন হাওয়ার্ড |
চিত্রগ্রাহক | রবার্ট এলসউইট |
সম্পাদক | স্টুয়ার্ট বেয়ার্ড জন গিলরয় |
প্রযোজনা কোম্পানি | রিলেটিভিটি মিডিয়া ডি বোনাভেনচুরা পিকচার্স |
পরিবেশক | কলাম্বিয়া পিকচার্স |
মুক্তি | ২৩ জুলাই, ২০১০ |
দৈর্ঘ্য | ১০০ মিনিট |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | ১০ কোটি ডলার |
আয় | ২,৯৩,৫০০,৬১৪ ডলার[১] |
সল্ট (ইংরেজি: Salt) হচ্ছে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন থ্রিলার চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ফিলিপ নয়েস এবং এর চিত্রনাট্য লিখেছেন কার্ট উইমার ও ব্রায়ান হেলজেল্যান্ড। চলচ্চিত্রটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি, লিয়েভ শ্রাইবার, চিউওয়েটাল এজিওফর, অগাস্ট ডিয়েল, ও ড্যানিয়েল ওলব্রিচস্কি। জোলি এখানে সল্টের ভূমিকায় অভিনয় করেন। সল্ট একজন কেজিবি স্লিপার এজেন্ট। চলচ্চিত্রটির চিত্রনাট্য প্রথমত টম ক্রুজকে কেন্দ্র করে লেখা হলেও পরবর্তীকালে নাম ভূমিকায় জোলি অভিনয় করায় পুরো চিত্রনাট্যটি নতুন করে লেখা হয়।
চলচ্চিত্রটি দৃশ্যধারণের কাজ হয়, ওয়াশিংটন ডি.সি., নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্থানে, এবং অলব্যানিতে। ২০০৯-এর মার্চ থেকে জুন পর্যন্ত দৃশ্যধারণের কাজ চলে। ২০১০ সালের ২৩ জুলাই চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায়, এবং যুক্তরাজ্য মুক্তি পায় ঐ বছরেরই ১৮ আগস্ট।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Salt (2010)"। Box Office Mojo। IMDb। জুলাই ২৩, ২০১০। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১, ২০১০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সল্ট
(ইংরেজি)
- অলমুভিতে Salt (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে Salt (ইংরেজি)
- রটেন টম্যাটোসে Salt (ইংরেজি)